জামাইষষ্ঠীতে সরকারি কর্মীদের জন্য সুখবর, পূর্ণদিবস ছুটি ঘোষণা করলো রাজ্য

Spread the love

অর্ধদিবস নয়, জামাইষষ্ঠীতে এবার পূর্ণদিবস ছুটি পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। মঙ্গলবার নবান্নের তরফে জানানো হয়েছে, জামাইষষ্ঠী উপলক্ষ্যে আগামিকাল রাজ্যের সরকারি অফিসে ছুটি থাকবে।

এমনিতে আগামিকাল (বুধবার) থেকে রাজ্যের সমস্ত সরকারি অফিস খুলে যাচ্ছে। সোমবার রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, ২৫ শতাংশ কর্মী নিয়ে চালু হয়ে যাবে সমস্ত সরকারি অফিস। সাধারণ সময় অনুযায়ী কবে কোন কর্মীদের অফিস যেতে হবে, তা ঠিক করে দেওয়া হবে। অফিসের তরফে পরিবহনের বন্দোবস্ত করা হবে বলে জানিয়েছে রাজ্য। সেইসঙ্গে কোনদিন কোন কর্মীদের অফিসে যেতে হবে, সেই তালিকাও তৈরি করবে সংশ্লিষ্ট দফতর বা বিভাগ।

তবে শেষপর্যন্ত বুধবারও সরকারি কর্মচারীদের অফিস যেতে হচ্ছে না। বরং রাজ্য সরকারের তরফে জামাইষষ্ঠীতে ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে। এতদিন অবশ্য অর্ধদিবস ছুটি দিত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার একেবারে পূর্ণদিবস ছুটি ঘোষণা করেছে নবান্ন। মঙ্গলবার অর্থ দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ‘জামাইষষ্ঠী জন্য ১৬ জুন সব রাজ্য সরকারি অফিস, পুরসভা ও পঞ্চায়েত, রাজ্যের অন্তর্গত সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান এবং পশ্চিমবঙ্গ সরকারের অধীনে থাকা সমস্ত অফিস বা প্রতিষ্ঠা বন্ধ থাকবে।’

যদিও আগামিকাল থেকে রাজ্যে নয়া বিধিনিষেধ চালু হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বেরোতে পারবেন না। ফলে অনেকেই জামাইষষ্ঠীতে শ্বশুরবাড়ি যাচ্ছেন না। কেউ কেউ অনলাইনেও জামাইষষ্ঠীর পরিকল্পনা করে রেখেছেন। গত বছরও করোনাভাইরাস এবং আমফানের জোড়া ধাক্কায় জামাইষষ্ঠীর আনন্দ মাটি হয়েছিল। এবারও সম্ভবত তাই হতে চলেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*