বান্ধবীকে বিবাহের আগে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের জন্য গত ২ অক্টোবর ইস্তানবুলে সৌদি আরবের দূতাবাসে ঢুকেছিলেন সাংবাদিক জামাল খাসোগি। পরে আর তাঁকে দেখা যায়নি। চাপের মুখে সৌদি সরকার স্বীকার করেছে, দূতাবাসের মধ্যেই খুন হয়েছিলেন খাসোগি। খুনিদের কণ্ঠস্বর অডিও রেকর্ডে ধরে রেখেছিল কোনও অজ্ঞাতপরিচয় ব্যক্তি। সেই ক্যাসেট এসেছে তুরস্কের সরকারের হাতে। তাতে শোনা যায়, একজন বলছে, কীভাবে মানুষকে কেটে ফেলতে হয়, তা আমি ভালোই জানি।
শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট তায়িপ এরোদগান জানান, ওই অডিও টেপ তুলে দেওয়া হয়েছে আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশের সরকারের হাতে। ওয়াশিংটন পোস্টের কলামিস্ট খাসোগির মৃত্যু নিয়ে সৌদি কর্তৃপক্ষ যেভাবে বারে বারে বয়ান বদল করেছে, তারও সমালোচনা করেন তিনি। তাঁর কথায়, সৌদি আরব আগে বলেছিল, খাসোগি দূতাবাস থেকে বেরিয়ে গিয়েছিলেন। পরে তিনি কোথায় গিয়েছেন আমাদের জানা নেই। তিনি তো শিশু নন যে রাস্তা হারিয়ে ফেলবেন।
পরে সাংবাদিকের মৃত্যু নিয়ে যখন সৌদি আরবের ওপরে চাপ সৃষ্টি হল, তখন সেদেশের সরকার বলল, খাসোগির মৃত্যুর কথা সুলেমান জানতেন না। এখন বলছে, তিনি দূতাবাসে ঢোকার পরে কয়েকজন তাঁকে বোঝাচ্ছিল, আপনি সৌদিতে চলুন। তিনি রাজি হননি। ধস্তাধস্তির সময় খাসোগি মারা যান। তাঁকে খুন করা উদ্দেশ্য ছিল না।
অডিও টেপ সম্পর্কে এরোদগান বলেন, এখন আমেরিকা, জার্মানি, ফ্রান্স, কানাডা, সব দেশের সরকার শুনছে, একজন খুব স্পষ্ট বলেছিল, আমি জানি কীভাবে মানুষকে কাটতে হয়। অডিও টেপে আর কী আছে তিনি জানাননি।
খাসোগি সৌদির যুবরাজ মহম্মদ বিন সুলেমানের কঠোর সমালোচক ছিলেন। সুলেমানই কার্যত সৌদি আরবের শাসক। খাসোগির মৃত্যুর জন্য তাঁকে দায়ী করেছেন অনেকে। সাংবাদিক খুন হয়েছেন জানাজানি হওয়ার পরে বহু দেশ সৌদি আরবের নিন্দা করেছিল। এর মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুলেমানের পক্ষে কথা বলেছিলেন। সেজন্য আমেরিকার সেনেট তাঁকে তিরস্কার করেছে। কোনও প্রেসিডেন্টকে সেনেটের তিরস্কার করা বিরল ঘটনা।
ইস্তানবুলের সরকারি কৌঁসুলি বলেছেন, সৌদি কনসুলেটের ভিতরে গলা টিপে হত্যা করা হয়েছিল খাসোগিকে। তাঁর দেহ পাওয়া যায়নি। অডিও টেপে শোনা গিয়েছে, খাসোগি বলছেন, আমি নিঃশ্বাস নিতে পারছি না।
একটি সূত্রে জানা যায়, খাসোগির দেহ টুকরো টুকরো করে কেটে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। দেহটি কাটার সময়ই সম্ভবত খুনি বলেছিল, কীভাবে মানুষকে কাটতে হয় আমি জানি।
Be the first to comment