জামিয়া মিলিয়ার ঘটনায় গ্রেপ্তার ১০

Spread the love

জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের ঘটনায় মোট ১০ জনকে গ্রেপ্তার করল পুলিশ। তবে এই দশজনের মধ্যে কোনও ছাত্র-ছাত্রী নেই বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, ১০ জনের নামেই ক্রিমিনাল রেকর্ড রয়েছে। এরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন জামিয়া ও ওখলা এলাকার বাসিন্দা।

প্রসঙ্গত, রবিবার নাগরিকত্ব (সংশোধনী) আইন, ২০১৯-এর প্রতিবাদে সরব হয়ে ওঠে জামিয়া চত্বর। দক্ষিণ-পূর্ব দিল্লির জামিয়া রোডে পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ রণক্ষেত্রের আকার নেয়। ভাঙচুর করা হয় একাধিক বাস। আগুনে পুড়িয়ে দেওয়া হয় ৪টি বাস। ঘটনায় জখম উভয় পক্ষেরই বেশ কয়েকজন। অভিযোগের তির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের দিকে। তবে, তাদের পাল্টা অভিযোগ, ঘটনায় বহিরাগতরা ছিল। তাদের কেউ এমন কাজ করেনি।

নাগরিকত্ব (সংশোধনী) আইনের বিরোধিতা করে মঙ্গলবার দক্ষিণ-পূর্ব দিল্লির জামিয়া রোডে জড়ো হয় প্রায় হাজারেরও বেশি বিক্ষোভকারী। তারা একের পর এক বাস ভাঙতে শুরু করে। পেট্রোল বের করে আগুন ধরিয়ে দেয় চারটি বাসে। যাত্রী থাকা অবস্থাতেই আগুন লাগানো হয় বলে অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থানে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন। তাতেও হামলা চালায় বিক্ষোভকারীরা। জখম হন দুই দমকল কর্মী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*