জম্মু থেকে প্রত্যাহার করা হলো ১৪৪ ধারা, তবে কাশ্মীরে এখনও জারি কারফিউ

Spread the love

জম্মু থেকে উঠে গেলো ১৪৪ ধারা ৷ কারফিউ প্রত্যাহারের নির্দেশ দিলো প্রশাসন ৷ জম্মু পুর এলাকার ১৪৪ ধারা প্রত্যাহারের জন্য শুক্রবার নির্দেশিকা জারি করলো জেলাশাসক ৷ আজ থেকেই পরিস্থিতি স্বাভাবিকের পথে ৷ জানা গিয়েছে, জম্মু পুর-এলাকায় কাল থেকে খুলছে স্কুল-কলেজ ৷ উল্লেখ্য, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের নির্দেশ, জম্মুতে নিষেধাজ্ঞা শিথিলের পর আইন-শৃঙ্খলা বজায় রাখার সঙ্গে সঙ্গে কোনও কাশ্মীরিকে যেন হেনস্থা না করা হয় তা নজরে রাখার দায়িত্ব নিরাপত্তারক্ষীদের ৷

৩৭০ ধারা বাতিলের কয়েকদিন আগে থেকেই উপত্যকাকে বাহিনী দিয়ে মুড়ে ফেলা হয়। বন্ধ হয়ে যায় ইন্টারনেট-মোবাইল পরিষেবাও। বন্ধ দোকানপাট-স্কুল-কলেজ-অফিস। কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে উপত্যকা।

তবে জম্মুতে খানিকটা শিথিল হলেও কাশ্মীরে রয়েছে নিরাপত্তার কড়াকড়ি। শ্রীনগর সহ বেশ কিছু জায়গা থেকে স্বাস্থ্য পরিষেবায় সংকটের কথা বলা হয়েছে ৷ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়ের ক্ষেত্রেও অসুবিধার কথা জানিয়েছেন কেউ কেউ ৷ যোগাযোগ পরিষেবা বিচ্ছিন্ন থাকায় অসুবিধার মুখে পড়ছেন উত্তর-কাশ্মীরের বাসিন্দাদের একাংশ ৷ আজ রাজ্যপাল সত্যপাল মালিক রাওয়ালপোরা, রামবাগ, জওহরনগর, সোনওয়ার ও রাজবাগের হাসপাতাল পরিদর্শন করেন ৷ সোমবার ঈদ ৷ তাই পশু কেনাবেচায় যাতে কোনও সমস্যা না হয়, সেই দিকগুলিও খতিয়ে দেখতে বলা হয়েছে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*