জঙ্গিদের খোঁজ দিলে ২০ লক্ষ টাকা, নিহত পর্যটকদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা জম্মু-কাশ্মীর সরকারের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- পহেলগাঁওয়ে হামলায় জড়িত জঙ্গিদের ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করল জম্মু-কাশ্মীর পুলিশ। বুধবার সন্ধ্যায় পুলিশের তরফে জানানো হয়েছে, বৈসরণে হামলায় জড়িতদের সন্ধান দিতে পারলেই মাথা পিছু ২০ লক্ষ টাকা করে পুরস্কার দেওয়া হবে। যদিও প্রাণের বাজি নিয়ে কুখ্যাত আততায়ীদের ধরিয়ে দিতে ভূস্বর্গের বাসিন্দারা এগিয়ে আসবেন কিনা তা নিয়ে প্রশ্ন থাকছেই।
গতকাল মঙ্গলবার মিনি সুইৎজারল্যান্ড হিসাবে পরিচিত অনন্তনাগের পহেলগাঁওয়ের বৈসারণের এক রিসর্টে অতর্কিতে হানা দিয়ে পর্যটকদের উপরে এলোপাথাড়ি গুলি চালায় ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ নামে জঙ্গি সংগঠনের সদস্যরা। একে-৪৭, কার্বাইন-সহ অত্যাধুনিক আগগ্নেয়াস্ত্র দিয়ে চালানো গুলিতে ঝাঁঝরা হয়ে যান ২৮ পর্যটক। আহত হয়েছেন আরও ২৫ জন। তাদের মধ্যে ১৬ জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে অনুমান প্রশাসনিক আধিকারিকদের।
গত দুই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ প্রাণঘাতী হামলায় রাতের ঘুম উড়েছে কেন্দ্রীয় সরকার ও নিরাপত্তা সংস্থাগুলির। ইতিমধ্যেই শ্রীনগরে গিয়ে পরিস্থিতি দেখে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হামলাবাজদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে দফায়-দফায় উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। জঙ্গি হানার তদন্তের ভার নিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। সূত্রের খবর, হামলাকারীদের মধ্যে দুই জন পাকিস্তানি নাগরিক। বাকিরা স্থানীয় বাসিন্দা। সেনার পোশাক পরেই হামলা চালিয়েছিল জঙ্গিরা। একে-৪৭, এম ৪ কার্বাইন থেকে ৫০ রাউন্ডের মতো গুলি চালানো হয়েছে। সেনা ও পুলিশের পোশাক পরেই হানা দিয়েছিল জঙ্গিরা।
হামলার ২৪ ঘন্টার মধ্যেই এদিন সকালে পহেলগাঁওয়ে ২৮ পর্যটককে এলোপাথাড়ি গুলি চালিয়ে খুন করা চার আততায়ী জঙ্গির ছবি প্রকাশ করেছে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। চার আততায়ীর ছবি প্রকাশের আগেই অবশ্য তিন সন্দেহভাজন আততায়ীর স্কেচ প্রকাশ করা হয়েছিল। ওই তিন আততায়ীর পরিচয়ও প্রকাশ করা হয়েছিল। জানানো হয়েছিল তিন কুখ্যাত খুনি হল-আসিফ ফউজি, সুলেমান শাহ, আবু তালহা।
অন্যদিকে, মঙ্গলবারের জঙ্গি হানায় নিহত পর্যটকদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করল জম্মু-কাশ্মীর সরকার। পাশাপাশি গুরুতর আহতদের ২ লক্ষ এবং আহতদের ১ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যেরও ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, কাশ্মীরে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডেকেছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি, কাশ্মীরের সরকার ন্যাশনাল কনফারেন্সের মুখ্যমন্ত্রী ওমর আবদ্দুলাও এদিন সর্বদলীয় বৈঠক ডেকেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*