আবারও উত্তেজনা ছড়ালো জম্মু-কাশ্মীরে। শনিবার সোপোরে বাসিন্দাদের লক্ষ্য করে গুলি চালাল জঙ্গিরা। এই ঘটনায় জঙ্গিদের গুলিতে জখম হয়েছে কমপক্ষে ৪ জন। জখমদের মধ্যে রয়েছে এক শিশুকন্যা। এদিন, জঙ্গি হামলার ঘটনার কথা টুইট করে জানিয়েছে জম্মু-কাশ্মীর পুলিশ। জখমদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। তাঁদের সকলের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর।
জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোপোর এলাকায় এদিন জঙ্গিরা কয়েকজন বাসিন্দাদের লক্ষ্য করে গুলি চালায়। এ ঘটনায় জখম ৪ জনের মধ্যে রয়েছে এক শিশুকন্যা। ইতিমধ্যেই এ ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। অন্যদিকে, শনিবার সকাল ৭টা ৪৫ মিনিট নাগাদ পুঞ্চ জেলার কৃষ্ণা ঘাঁটি সেক্টরে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান। পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাও।
উল্লেখ্য, ৩৭০ ধারা বাতিলের পর থেকে কার্যত থমথমে জম্মু-কাশ্মীর। ৩৭০ ধারা বাতিল ঘিরে নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে জম্মু-কাশ্মীরকে। মোবাইল-ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়। বিভিন্ন এলাকায় কার্ফু জারি করা হয়।
Be the first to comment