পুলিশ আধিকারিক দভিন্দর সিংয়ের জঙ্গি যোগের জের। জম্মু ও শ্রীনগর বিমানবন্দর দ্রুত কেন্দ্রীয় বাহিনীর আওতায় আনার নির্দেশ দিল জম্মু ও কাশ্মীর সরকার। একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি বিমানবন্দরের নিরাপত্তায় থাকা DSP দভিন্দর সিংয়ের গ্রেপ্তারি এবং তার সঙ্গে জঙ্গিদের যোগাযোগ থাকায় বিমানবন্দরের নিরাপত্তা প্রশ্নের মুখে। এর জেরে জম্মু ও শ্রীনগর বিমানবন্দরে CISF (সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স) মোতায়েন করা হবে। এটি ৩১ জানুয়ারির মধ্যেই সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
১২ জানুয়ারি দক্ষিণ কাশ্মীরের কুলগাম থেকে দুই হিজবুল মুজাহিদিন জঙ্গিসহ আটক করা হয় পুলিশ আধিকারিক দভিন্দর সিংকে। শ্রীনগরের আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যান্টি-হাইজ্যাকিং স্কোয়্যাডে নিযুক্ত ছিল সে। জম্মু- শ্রীনগর জাতীয় সড়কের ওয়ানপো এলাকার একটি চেক পোস্টে তাদের গাড়ি আটকানো হয়। ওই হিজবুল মুজাহিদিন জঙ্গিদের পাকিস্তানে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। যাতে সাহায্য করছিল দভিন্দর। ২০০১ পার্লামেন্ট হামলায় যুক্ত আফজল গুরুর সঙ্গেও তার যোগাযোগ ছিল বলে জানা যায়।
এই তথ্য সামনে আসার পরই জম্মু ও কাশ্মীরের স্বরাষ্ট্রদপ্তরের তরফে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্রদপ্তরের DGP জানান, স্বরাষ্ট্রদপ্তরের অতিরিক্ত সচিব খালিদ মাজিদ CISF জওয়ানদের জন্য থাকা-খাওয়া সমেত যাবতীয় ব্যবস্থা করতে বলেছেন। এর আগে বুধবার জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়, দভিন্দরকে সাসপেন্ড করার জন্য কেন্দ্রীয় সরকারকে আবেদন করা হয়েছে। তারা আরও জানিয়েছে, দভিন্দরকে জিজ্ঞাসাবাদ চলছে কিন্তু তাতে কী তথ্য পাওয়া গেছে তদন্তের স্বার্থে তা এখনই জানানো যাবে না। তাকে জিজ্ঞাসাবাদে রয়েছে কেন্দ্রীয় সব গোয়েন্দা সংস্থাই।
Be the first to comment