মঙ্গলবার সকালে ফের একবার জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তারক্ষী ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষ শুরু হয় ৷ সংঘর্ষে দুই জঙ্গি খতম ও এক জওয়ান গুরুতর আহত বলে জানা গিয়েছে ৷ গোটা এলাকা ঘিরে রেখে এখনও সার্চ অপারেশন জারি রাখা হয়েছে ৷ মনে করা হচ্ছে এখনও বেশ কিছু জঙ্গি এলাকায় গা ঢাকা দিয়ে রয়েছে৷
সূত্রের খবর অনুযায়ী, নিরাপত্তারক্ষীদের কাছে গোপন সূত্রে খবর ছিল এলাকার একটি গ্রামে জঙ্গিরা লুকিয়ে রয়েছে এবং বড় কোনও হামলার ছক কষছে ৷ স্থানীয় পুলিশ ও সিআরপিএফ-এর সঙ্গে মিলে টিম তৈরি করে গোটা গ্রাম ঘিরে ফেলা হয় ৷ এরপর সার্চ অপারশেন শুরু করতেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা ৷ জবাবে নিরাপত্তারক্ষীরাও ফায়ারিং শুরু করে ৷
তবে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে দু’জন জঙ্গির ৷ ক্রস ফায়ারিংয়ে আহত হয়েছেন এক জওয়ান ৷ হাসপাতালে ভর্তি করা হলে তাঁর অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা ৷
Be the first to comment