জম্মু-কাশ্মীর সরকার থেকে সমর্থন প্রত্যাহার করল বিজেপি, উপত্যকায় রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে

Spread the love

জম্মু-কাশ্মীরে বিজেপি-পিডিপি জোটে ভাঙন ৷ জম্মু-কাশ্মীর সরকার থেকে সমর্থন প্রত্যাহার করল বিজেপি ৷ মেহবুবা মুফতির জোট সরকার থেকে সমর্থন তুলে নিল বিজেপি। যার জেরে উপত্যকায় রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার সম্ভাবনা জোরাল হল ৷ মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি শীঘ্রই রাজ্যপালের কাছে পদত্যাগপত্র পেশ করবেন বলে জানিয়েছেন পিডিপি-র মন্ত্রী নঈম আখতার ৷ মঙ্গলবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে একথাই জানালো বিজেপি ৷

উল্লেখ্য, রমজান মাসে জঙ্গি দমন অভিযান থেকে কাঠুয়া গণধর্ষণ মামলায় বিচারসহ নানা বিষয় নিয়ে দুই দলের মধ্যে মতভেদ চরমে পৌঁছয় ৷ বিজেপির অভিযোগ, পিডিপি চায় সংঘর্ষবিরতি চুক্তি বজায় থাকুক ৷ কিন্তু উপত্যকায় জঙ্গি কার্যকলাপ বেড়ে যাওয়ার জেরে বিজেপি চায় সংঘর্ষবিরতি চুক্তি প্রত্যাহার করতে ৷ যার জেরেই পিডিপির উপর থেকে সমস্ত সমর্থন তুলে নিল বিজেপি ৷ আজ বিধায়কদের সঙ্গে জরুরি বৈঠক করেই সমর্থন প্রত্যাহারের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় বিজেপি ৷

বিজেপির তরফে নেতা রাম বাধব বলেন, রাজ্যের মানুষের মৌলিক অধিকার খর্ব হচ্ছে ।  এই প্রসঙ্গে সাংবাদিক সুজাত বুখারি খুনের প্রসঙ্গটিরও উল্লেখ করেন তিনি ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*