ফের উত্তপ্ত জম্মু ও কাশ্মীর। শনিবার সন্ধ্যায় কুপওয়ারা জেলার তাংধার সেক্টরে লাইন অফ কন্ট্রোলের কাছে নিহত হয়েছে ৩ জঙ্গি। পুলিশ জানিয়েছে, একদল অনুপ্রবেশকারী জঙ্গির সঙ্গে লড়াই বাঁধে সেনাবাহিনীর। দু’পক্ষের গুলির লড়াইয়ে খতম হয়েছে ৩ অনুপ্রবেশকারী জঙ্গি। বাকিদের খোঁজে এখনও চলছে তল্লাশি।
শনিবারই উরি সেক্টরে এলওসি বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তান সেনাবাহিনী। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। তবে সেই লড়াইয়ে হতাহতের কোনও খবর মেলেনি বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। বারমুলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক ইমতিয়াজ হুসেন জানিয়েছেন, উত্তর কাশ্মীরের বারমুলা জেলার উরি সেক্টরে বেশ কয়েকবার বোমা বিস্ফোরণও ঘটিয়েছে পাক সেনাবাহিনী। তিনি আরও জানিয়েছেন, থাজল-ছ্রান্দা এলাকায় একটি বাড়ি সংলগ্ন শৌচাগার থেকেও আচমকাই উড়ে আসে একটি মর্টার শেল।
অন্যদিকে ১৭ অগস্ট জঙ্গি হানায় মৃত্যু হয়েছে একজনের। গুরুতর আহত হয়েছেন তিন জন। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরা এলাকায় জেলা পুলিশ দফতরের মেন গেট লক্ষ্য করে গুলি ছোঁড়ে জঙ্গিরা। কিন্তু সঠিক নিশানায় না লেগে রাস্তার উপরেই গ্রেনেড বিস্ফোরণ হয়। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় গুরুতর ভাবে জখম হয়েছেন ৪ পুলিশকর্মী। পরবর্তী সময়ে এদের মধ্যে একজনের হাসপাতালে মৃত্যু হয়।
Be the first to comment