সম্প্রীতির দৃষ্টান্ত তৈরি করলেন ভেলান গ্রামের মানুষ। জম্মু-কাশ্মীরের এই গ্রামের সবাই হিন্দু। তারা একমাত্র মুসলিম বাসিন্দা চৌধুরী মহম্মদ হুসেনকে তাঁদের পঞ্চায়েতে নির্বাচিত করেছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন তিনি। গরু পালনকারী গুজ্জর সম্প্রদায়ের মানুষ হুসেন হাঙ্গা পঞ্চায়েতের ভেলান-খারোথি গ্রামের পঞ্চ হলেন। ৪৫ জন বাসিন্দার মধ্যে একমাত্র মুসলিম ৫৪ বছরের হুসেন তাঁর স্ত্রী, পাঁচ ছেলে এবং এক পুত্রবধূকে নিয়ে বাস করেন। তাঁর চার মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দা দুনি চাঁদ জানাচ্ছেন, এই সময়ে যখন সমাজ বিভক্ত, তখন হুসেনকে জিতিয়ে তাঁরা খুশি। তাঁরা ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছেন। হুসেনরা গ্রামে একই পরিবারের মতো। স্নাতকোত্তরের ছাত্র ২৪ বছরের যুবক হর্ষ সিংয়ের কথায়, বড়রা এমন একটা সিদ্ধান্ত নেওয়ায় যুবকরাও খুশি। আপ্লুত হুসেন প্রতিশ্রুতি দিয়েছেন, গ্রামবাসীদের এই আস্থা তিনি পূরণ করবেন।
Be the first to comment