বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন ১১ জন ৷ আর আহত ১৫ ৷ দুর্ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের সুই গৌরি অঞ্চলে ৷ একটি মিনি বাস ডোডা থেকে যাত্রী নিয়ে থাত্রির দিকে যাওয়ার পথে পিছলে গিয়ে খাদে পড়ে যায় ৷ উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছেন ডোডার অতিরিক্ত এসপি ৷
খাদে পড়ে বাসটি দুমড়ে মুচড়ে যায় ৷ ১০ জন ঘটনাস্থলেই প্রাণ হারান ৷ আরেকজন হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান ৷ আহত ৭ জনকে বিশেষ চিকিৎসার জন্য বিমানে উড়িয়ে জম্মুর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ ডোডার সরকারি হাসপাতালে বাকিদের চিকিৎসা চলছে ৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্ঘটনায় সমবেদনা জানিয়ে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন ৷ পিএমও ইন্ডিয়ার তরফে একটি টুইটে জানানো হয়েছে, “জম্মু-কাশ্মীরের দুর্ঘটনায় প্রাণ হারানো প্রত্যেক ব্যক্তির পরিবারকে পিএমএনআরএফ থেকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে ৷”
কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জীতেন্দ্র সিং এই ঘটনায় শোকপ্রকাশ করে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন ৷
Be the first to comment