জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল পাশ হল রাজ্যসভায় । জম্মু ও কাশ্মীরকে ভেঙে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল করার প্রস্তাব দেওয়া হয়েছে বিলটিতে।বিলের পক্ষে ভোট পড়ে ১২৫টি। বিপক্ষে পড়েছে ৬১টি।
তবে এই সিদ্ধান্তে সরকার সমর্থন পেয়েছে, মায়াবতীর বিএসপি, নবীন পট্টনায়েকের বিজেডি, অরবিন্দ কেজওয়ালের আপ, জগনমোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস, এআইএডিএমকে, শরিক শিবসেনা, টিআরএস এবং টিডিপি’র। বিরোধিতা করেছে কংগ্রেস, পিডিপি, সমাজবাদীপার্টি, সিপিআইএম, তৃণমূল কংগ্রেস এবং ডিএমকে।
সোমবার বিজেপি সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে বদলে গেল জম্মু ও কাশ্মীর রাজ্যের মর্যাদা ৷ বিশেষ রাজ্যের মর্যাদা হারাল জম্মু ও কাশ্মীর ৷ একইসঙ্গে কাশ্মীর থেকে ভেঙে আলাদা করে দেওয়া হলো লাদাখকে। দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে জম্মু- কাশ্মীর ও লাদাখ। জম্মু-কাশ্মীর ও লাদাখ – দু’টি জায়গাতেই থাকবেন লেফটেন্যান্ট গভর্নর।
Be the first to comment