জম্মু বিস্ফোরণকে জঙ্গি হামলা বলে নিশ্চিত করলেন জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিং। পাশাপাশি এদিন পুলিশের তরফে জানানো হয়, জম্মুতে আরও একটি জায়গায় এক জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। সেই জঙ্গির কাছ থেকে ৫ থেকে ৬ কিলোগ্রাম বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
জানা গিয়েছে, সেই জঙ্গি লস্কর-ই-তৈবার সংগঠনের বলে জানা গিয়েছে। সেই বিস্ফোরক কোনও জনবহুল এলাকাতে নিয়ে গিয়ে রেখে আসার পরিকল্পনা ছিল বলে জানান দিলবাগ সিং। দিলবাগ সিং বলেন, ‘আমরা অপর একটি ঘটনাতে ৫-৬ কেজি বিস্ফোরক উদ্ধার করেছি এক জঙ্গির কাছ থেকে। সেই সব বিস্ফোরক ভারতে আনার নেপথ্যে ছিল লস্কর। এই বিস্ফোরক কোনও জনবহুল এলাকাতে রেখে আসার পরিকল্পনা ছিল। এই বিস্ফোরক উদ্ধার করার ফলে অনেক বড় হামলা আটকানো গিয়েছে। এই ঘটনায় আরও সন্দেহভাজনদের শীঘ্রই আটক করা হবে। এদিকে কেন্দ্রীয় সংস্থার সঙ্গে মিলে বায়ুসেনা ঘাঁটির বিস্ফোরণের ঘটনার তদন্ত করছে।’
উল্লেখ্য, জম্মুতে অবস্থিত ভারতীয় বায়ুসেনার স্টেশনে ভোর রাতে পরপর দুটি বিস্ফোরণ হয়। তারপরই নিরাপ্ত্তার চাদরে মুড়ে ফেলা হয় গোটা জম্মুকে। চলে তল্লাশি। সেই সময় বিস্ফোরক সময় গ্রেফতার হয় এক জঙ্গি। এদিকে সেই বিস্ফোরণের তদন্ত করতে ঘটনা স্থলে পৌঁছেছে এনআইএ। জম্মুর বিস্ফোরণের ঘটনায় এফআইআর দায়ের হয়েছে। ঘটনায় জম্মু বিমান বন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল অফিসের পাশের একটি বিল্ডিংয়ের ছাদ উড়ে যায়। দুই জন জখম হন বলেও জানা যায়। ড্রোনের থেকে বিস্ফোরক ছুড়ে এই ঘটনা ঘটানো হয়েছে বলে প্রাথমিক তদন্তে ধারণা পুলিশের।
Be the first to comment