জম্মু বিমানঘাঁটিতে ড্রোন হামলার পর উদ্ধার ক্রুড বোমা

Spread the love

রাতের অন্ধকারে জম্মু বিমানবন্দরে ড্রোন হামলা। ১টা ৪০ মিনিটে ওই বিস্ফোরণের পর গোটা উপত্যকা জুড়ে চাঞ্চল্য। তার মধ্যেই জম্মুতে মিলল ক্রুড বোমা। খোদ জম্মু ও কাশ্মীর পুলিশের প্রধান এ কথা  এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। ক্রুড বোমা উদ্ধারের পর আতঙ্ক ছড়িয়েছে গোটা অঞ্চলে।

সংবাদমাধ্যমকে জম্মু ও কাশ্মীরের পুলিশ প্রধান দিলবর সিং জানিয়েছেন, ঘনবসতিপূর্ণ এলাকাতেই ছিল ক্রুড বোমা। জম্মু বিমানঘাঁটির হেলিকপ্টার হ্যাঙ্গারের কাছেই হয় বিস্ফোরণ। হ্যাঙ্গারে থাকে এম-১৭ কপ্টার, পণ্যবাহী বিমান। ২ বায়ুসেনা কর্মী আকাশ থেকে বোমা পড়তে দেখেছেন বলে সূত্রের খবর। তবে কি বায়ুসেনার হেলিকপ্টারকেই টার্গেট করেছিল হামলাকারীরা। সে প্রশ্ন উঠছে। বিস্ফোরণের পরই ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় বম্ব ডিসপোজ়াল স্কোয়াড ও এনএসজি।

ইতিমধ্যেই হামলার বিষয়ে খোঁজখবর নিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। ঘটনার তদন্তভার হাতে তুলে নিয়েছে এনআইএ। তদন্তে রয়েছেন বায়ুসেনার তদন্তকারী আধিকারিকরাও। অন্যদিকে উপত্যকার নরবাল এলাকা থেকে ৫ আইইডি-সহ এক জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। অন্য সন্দেহভাজন আরও ২ জনকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

জানা গিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রকের উচ্চ পর্যায়ের কোনও আধিকারিক জম্মু বিস্ফোরণের ঘটনা পর্যালোচনা করবেন। বায়ুসেনার তরফ থেকে জানা গিয়েছে,  বিস্ফোরণে আহত হয়েছে ২ জন মার্শাল। কোনও যন্ত্রাংশের বিশেষ ক্ষয়ক্ষতি হয়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*