জম্মু–কাশ্মীরে ধস নেমে মৃত ৫ তীর্থ যাত্রী

Spread the love

জম্মু–কাশ্মীরের বালতাল রুটে মঙ্গলবার সন্ধেয় ধস নামায় অন্তত ৫ জন অমরনাথ যাত্রী মারা গেছেন। মৃতদের মধ্যে রয়েছেন এক মহিলাও। জখম আরও ৩ তীর্থযাত্রী। দেহগুলিকে বালতাল বেস হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের পরিচয় এখনও জানা যায়নি। বালতাল রুটে ব্রারিমার্গের কাছে ভূমি ধসেই ঘটেছে এই দুর্ঘটনা। জম্মু–কাশ্মীর পুলিস জানিয়েছে, এসডিআরএফ, এমআরটি, আইটিবিপি উদ্ধারকাজ চালাচ্ছে। তৈরি রয়েছে মেডিকেল টিমও। একটানা বৃষ্টিতে জম্মু–কাশ্মীরে ২৮ জুন থেকে স্থগিত রয়েছে অমরনাথ যাত্রা। গত শুক্রবার থেকেই পহেলগাঁও এবং বালতাল রুটে ধস নামা শুরু হয়েছে। মঙ্গলবার সন্ধেয় বালতাল রুটেই ফের ধস নামে। ক্রমাগত ধসে অচল হয়ে হাইওয়েগুলি। বেস ক্যাম্পেই আটকে রয়েছেন তীর্থযাত্রীরা। এদিকে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে ঝিলম নদীর জলও বিপদসীমার উপর দিয়ে বইছে। ছাপিয়ে গিয়েছে ২১ ফুটের সীমারেখা। বন্যার সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়ার উন্নতি না হলে অমরনাথ যাত্রার অনুমতি দিতে পারছে না প্রশাসন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*