কড়া নিরাপত্তায় জম্মু কাশ্মীরে দ্বিতীয় দফার পুরভোট শুরু হয়েছে বুধবার সকাল থেকে। এই পর্বে মোট প্রার্থী ১০২৯ জন। জম্মুতে প্রার্থী রয়েছেন ৮৮১ জন, কাশ্মীরে ২১৪ জন। মোট ২৬৩টি পুর ওয়ার্ডের জন্য ভোটগ্রহণ চলছে। ৬৫ জন ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন, যার ৬১ জনই কাশ্মীরে। ৫৬টি ওয়ার্ডে একটিও মনোনয়নপত্র জমা পড়েনি। সবমিলিয়ে ভোটগ্রহণ কেন্দ্র ৫৪৪টি। মোট ভোটার ৩ লাখ ৪৬ হাজার। এই পুরভোট হচ্ছে চারটি পর্বে। পরের দুই পর্বের ভোট ১৩ ও ১৬ অক্টোবর। পিডিপি, ন্যাশনাল কনফারেন্স, সিপিএমের মতো কাশ্মীরের প্রধান দলগুলি এই ভোট বয়কট করেছে।
Be the first to comment