স্বাধীনতা দিবসে জম্মু-কাশ্মীরের পঞ্চায়েতগুলিতে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশিকা জারি

Spread the love

স্বাধীনতা দিবসে জম্মু ও কাশ্মীরের প্রতিটি পঞ্চায়েত অফিসে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার। শুক্রবার এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জি কিষাণ রেড্ডি বলেন, কেন্দ্রীয় সরকারের তরফে এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করা হয়েছে। জম্মু ও কাশ্মীরের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে নির্দেশিকাটি ইতিমধ্যেই পৌঁছে গেছে। নির্দেশিকায় পঞ্চায়েত প্রধানদের স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তলোনের বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।

জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার পরবর্তী পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। নাগরিকরা বাড়ির বাইরে বেরোচ্ছে। অস্থিরতা সেই ভাবে নজরে পড়েনি । পাশাপাশি জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি নিয়ে পাকিস্তানের হস্তক্ষেপের সম্ভাবনার বিষয়ে তিনি বলেন, পাকিস্তানের বয়ান থেকে এটা পরিষ্কার যে তারা ভারতে অশান্তি ছড়ানোর চেষ্টা করতে পারে। তবে জম্মু ও কাশ্মীরে প্রচুর নিরাপত্তরক্ষী মোতায়েন আছে। সমস্ত রকমের সতর্কতামূলক ব্যবস্থা সেনার তরফে নেওয়া হয়েছে।

এদিকে গুলাম নবি আজ়াদের পর গতকাল শ্রীনগর বিমানবন্দরে আটক করা হয়েছিল সিপিআই(এম) নেতা সীতারাম ইয়েচুরিকে। পরে তাঁকে দিল্লিতে ফেরত পাঠানো হয়েছিল। সেই বিষয়ে কিষাণ রেড্ডি বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সতর্কতামূলক ভাবে তাঁদের বিরুদ্ধে এই পদক্ষেপ করা হয়। তাঁদের আটক করে ফেরত পাঠানোর কাজটি রাজ্য পুলিশ করেছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*