একদিকে সোমবার Article ৩৭০ তুলে দেওয়ার প্রস্তাব দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে, দেশে তৈরি হতে চলেছে আরও দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। এদিনের প্রস্তাবে বলা হয়েছে, কাশ্মীরের লাদাখ ডিভিশনে বহু মানুষ বসবাস করেন। তাঁদের অনেক দিনের দাবি, যাতে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়। তাই লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হবে, সেখানে কোনও বিধানসভা থাকবে না।
এছাড়া জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে জম্মু ও কাশ্মীরকে আলাদা একটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করার কথা বলা হয়েছে এদিনের প্রস্তাবে। তবে সেখানে বিধানসভা থাকবে। সোমবার রাজ্যসভায় Article ৩৭০ তুলে নেওয়ার প্রস্তাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
অমিত শাহের এই প্রস্তাবে উত্তাল হয়ে ওঠে রাজ্যসভা। কাশ্মীরের স্পেশাল স্টেটাস, Article ৩৭০ তুলে নেওয়া হতে পারে, রাজ্যসভায় এই প্রস্তাবই দেন অমিত শাহ। রবিবার থেকেই এই বিষয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছিল। এরপর মধ্যরাতে ওমর আব্দুল্লাদের গৃহবন্দি করার পর সেই জল্পনা আরও জোরালো হয়।
Be the first to comment