জম্মু ও কাশ্মীর সংরক্ষণ (দ্বিতীয় সংশোধনী) বিল পাশ হল রাজ্যসভায়। জানা গিয়েছে, বিলে আর্থিকভাবে পিছিয়ে পড়া কাশ্মীরিদের জন্য শিক্ষা এবং চাকরিতে ১০ শতাংশ সংরক্ষণের কথা বলা হয়েছে। জম্মু-কাশ্মীরের আন্তর্জাতিক সীমানা সংলগ্ন এলাকায় বসবাসকারীদের সুবিধা দিতেই এই পদক্ষেপ বলে জানায় সরকার।
সরকারের পক্ষ থেকে এই বিলের পক্ষে যুক্তি, জম্মু ও কাশ্মীরের আন্তর্জাতিক সীমানা বরাবর বসবাসকারীদের ২০০৪ সালে পাশ হওয়া জম্মু ও কাশ্মীর সংরক্ষণ আইনে অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে, তাঁরা দীর্ঘদিন ধরেই সংরক্ষণের সুবিধা পাচ্ছিলেন না ৷ যে সুবিধা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর বসবাসকারী মানুষরা পেয়ে থাকেন। সীমান্তে লাগাতার উত্তেজনার ফলে আন্তর্জাতিক সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষ আর্থ-সামাজিক এবং শিক্ষাক্ষেত্রে পিছিয় পড়ছিলেন।
এছাড়াও সীমান্তের ওপার থেকে শেল বর্ষণের ফলে ওই এলাকার বাসিন্দাদের মাঝে মাঝেই নিরাপদ স্থানে সরে যেতে হয়। শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকায় ক্ষতি হয় লেখাপড়ার। এই দিকে লক্ষ্য রেখেই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকায় বসবাসকারী মানুষের মতোই আন্তর্জাতিক সীমানা সংলগ্ন এলাকার বাসিন্দাদের এই সংরক্ষণের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Be the first to comment