হামলা চালানোর জন্য জঙ্গিদের গ্রেনেড পৌঁছে দিতে যাচ্ছিল এক যুবক, ধরা পড়লো হাতেনাতে!

Spread the love
স্বাধীনতা দিবসে রাজধানীতে বড়সড় হামলা চালানোর জন্য জঙ্গিদের গ্রেনেড পৌঁছে দিতে যাচ্ছিল এক যুবক। তার আগেই ধরা পড়ে গেল জম্মুতে।
জম্মুর ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ এস ডি এস জামওয়াল বলেন, ধৃত ব্যক্তির নাম ইরফান হুসেন ওয়ানি। বয়স ২৫।  দক্ষিণ কাশ্মীরের ডাঙ্গেপুরা-অবন্তীপুরা গ্রামে তার বাড়ি। কলেজে বিএ পড়তে পড়তে ছেড়ে দিয়েছিল।  গত বছর আনসার গাজোয়াত উল হিন্দ গোষ্ঠীতে যোগ দেয়।  তাদের নেতার নাম জাকির মুসা।  গোষ্ঠীর অপর নেতা রেহানের সঙ্গে তার সম্পর্ক ছিল। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে জম্মু শহরের গান্ধীনগর অঞ্চল থেকে রবিবার তাকে গ্রেফতার করে। ইরফানের কাছে মোট আটটি গ্রেনেড পাওয়া গিয়েছে। সঙ্গে ছিল ৬০ হাজার টাকা।
কিছুদিন আগেই গোয়েন্দারা খবর পেয়েছিলেন, স্বাধীনতা দিবসে রাজধানীতে হামলা চালানোর চক কষছে লস্কর ই তৈবা, জয়েশ ই মহম্মদ ও হিজবুল মুজাহিদিনের মতো জঙ্গি গোষ্ঠী। তখন থেকেই  সতর্ক হয় পুলিশ। ইরফানকে গ্রেফতার করার ফলে রাজধানীতে হামলার সম্ভাবনা অনেকাংশে কমল বলে পুলিশের দাবি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*