জন্মাষ্টমী উপলক্ষ্যে শনিবার থেকেই উৎসবের মেজাজে নবদ্বীপ ও মায়াপুর!

SONY DSC
Spread the love
জন্মাষ্টমী উপলক্ষ্যে শনিবার থেকেই উৎসবের মেজাজে নদিয়ার নবদ্বীপ ও মায়াপুর। শ্রীকৃষ্ণের ৫২৪৫ তম আবির্ভাব তিথি উপলক্ষ্যে সকাল থেকেই জাঁকজমকে শুরু হয়েছে নানা অনুষ্ঠান। চলছে বিভিন্ন রীতি ও ধর্মীয় আচার পালন।
মায়াপুরের ইসকন মন্দির এবং নবদ্বীপের বিভিন্ন মঠ মন্দিরে উদযাপিত হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব। ভোর থেকে মায়াপুর ইসকন মন্দির প্রাঙ্গনে চলছে মঙ্গল আরতি,ভাগবত পাঠ, এবং নামসংকীর্তন। দেশ বিদেশ থেকে লক্ষ মানুষ ভিড় জমিয়েছেন ইসকন মন্দিরে। মায়াপুরের সব হোটেল, লজগুলিই পর্যটকদের ভিড়ে ঠাসা। একই রকম ভিড় হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপেও।
ইসকন মন্দিরে সমবার সারা দিন ধরেই চলবে নানা অনুষ্ঠানের কর্মসূচী। ভক্তদের মধ্যে ভোগ বিতরণও করা হবে। সন্ধেয় রয়েছে আরতি, নামগান-কীতর্নের ব্যবস্থা।  প্রতিবছরই জন্মাষ্টমী তিথিতে খুব বড় উৎসব-অনুষ্ঠানের আয়োজন করে ইসকন কর্তপক্ষ। শুধু মায়াপুর নয়, গোটা দেশেরই সমস্ত ইসকন মন্দিরে মহা সমারোহে পালিত হয় এই উৎসব।
মায়াপুরের পাশাপাশি নবদ্বীপে মহাপ্রভুর মন্দিরেও চলছে পূজার্চনা। ভক্তদের ভিড় রয়েছে সেখানেও। মায়াপুরের ইসকন মন্দিরে ভোগে তালের বড়ার পাশাপাশি কেক, পিৎজা,পাস্তার ও চাইনিজ খাবারের আয়োজনও করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*