জাপানে দীর্ঘদিন সুপ্ত অবস্থায় থাকা একটি আগ্নেয়গিরি থেকে লাভা উদগীরণ শুরু হয়েছে। শিনমোয়েদাকে নামে আগ্নেয়গিরিটি জাপানের দক্ষিণাঞ্চলে মিয়াজাকি ও কাগোশিমা প্রিফেকচারের মধ্যবর্তী এলাকায় অবস্থিত। কর্তৃপক্ষ সতর্ক করেছে এই আগ্নেয়গিরি থেকে নির্গত লাভা ও পাথরখণ্ড জ্বালামুখ থেকে উড়ে চার কিলোমিটার দূরে গিয়ে পড়তে পারে। বেশ কিছু দিন ধরেই শিনমোয়েদাকে আগ্নেয়গিরি থেকে ছাই উড়ে আসছিল। আগ্নেয়গিরিটির আশপাশে যেসব বাড়িঘর রয়েছে সেখানে ভূকম্পন অনুভুত হয়েছে। আগ্নেয়গিরির একপাশ থেকে গলিত লাভা বেরিয়ে আসতে দেখা গেছে। শনিবার ভোর থেকে আগ্নেয়গিরিটি লাভা উদগীরণ শুরু করেছে। এই আগ্নেয়গিরির উদগীরণ আগামী কয়েক মাস ধরে চলতে পারে বলে পূর্বাভাস দেয়া হচ্ছে।
সূত্র থেকে
Be the first to comment