ভয়াল ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। শনিবার উত্তর জাপানে কম্পন অনুভূত হয়। জানা যাচ্ছে, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৭.২। কম্পনের জেরে সুনামি পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। এক মিটার সুনামি হয়েছে বলে জানা যাচ্ছে। সুনামি সতর্কতা জারি করা হয়েছে সে দেশে। এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
জানা যাচ্ছে, জাপানের সময় অনুযায়ী সন্ধ্যা ৬টা ৯ মিনিটে জোরালো কম্পন অনুভূত হয়। উল্লেখ্য, ১০ বছর আগে ২০১১ সালের ১১ মার্চ বিধ্বংসী ভূমিকম্পে তছনছ হয়েছিল সে দেশ। সে বার রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৯। গতমাসেই ভূমিকম্পে কেঁপেছিল জাপান। ওই ঘটনায় বেশ কয়েকজন জখম হন।
চলতি মাসের শুরুতে বড়সড় ভূমিকম্পে কেঁপে ওঠে নিউজিল্যান্ড। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.২। নিউজিল্যান্ডের উত্তর আইল্যান্ডে কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের জেরে এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়। জানা যায়, সমুদ্র উপকূলের ৩০০ কিমির মধ্যে আছড়ে পড়তে পারে ঢেউ।
Be the first to comment