শতাব্দীর ভয়ঙ্করতম ঝড়ে আহত ৭০, বাড়ছে মৃতের সংখ্যা

Spread the love

আশঙ্কা সত্যি করে ভয়ঙ্কর রূপ নিয়ে আছড়ে পড়েছে টাইফুন হাগিবিস। এখনও পর্যন্ত অন্তত দু’জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ৭০ জন আহত হয়েছে।

শনিবার জাপানে আছড়ে পড়ে সেই টাইফুন। ইচিহারা শহরে সবথেকে বেশি প্রভাব পড়ে বলে জানা গিয়েছে। ১২ টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েচে। ক্ষতিগ্রস্ত আরও ৮৯টি বাড়ি। তোমিওকা শহরে কয়েকজনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। এই শহরে ধসে ক্ষতিগ্রস্ত হয় চারটি বাড়ি। সেখান থেকে ছ’জনকে উদ্ধার করা হয়েছে। গোতেম্বা শহরে এক ব্যক্তি ঝড়ের ধাক্কায় ড্রেনে ভেসে গিয়েছে।

১.৬ মিলিয়ন মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থানে। প্রবল বেগে আছড়ে পড়া এই ঝড়ের সঙ্গে হবে ব্যাপক বৃষ্টিপাত, সঙ্গে ধস এবং বন্যা। এমনকি সতর্কবার্তায় এমনটাও বলা হয়েছে যে, এত বৃষ্টি হবে যা আগে কখনও দেখেনি জাপান। পাশাপাশি আশঙ্কা করা হচ্ছে, টাইফুনের দাপটে বৃদ্ধি পেতে পারে সমুদ্রের জলের মাত্রাও। সমুদ্রে ৪৫ ফুট ঢেউ ওঠার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।

এই মুহূর্তে জাপানের অবস্থা কার্যত থমথমে। বাতিল করা হয়েছে বেশ কয়েকটি বিমানের উড়ান। রাস্তাঘাটেও লোকজন অপেক্ষাকৃত অনেকটাই কম। জানা যাচ্ছে, ধাবমান টাইফুনের গতিবেগ হতে পারে প্রায় ১৯৫ কিমি প্রতি ঘন্টা। যার জেরে আতঙ্কিত সাধারণ মানুষ। এই ঝড় নিয়ে কিছুটা চিন্তিত রয়েছে নাসাও। নাসার তরফে জানানো হয়েছে এটাই শতাব্দীর ভয়ঙ্করতম ঘূর্ণিঝড় হতে চলেছে।

উল্লেখ্য, এই মরশুমে জাপানে এটি ১৯ তম টাইফুন। গত বছরেও ভয়ঙ্করতম সামুদ্রিক ঝড়ের কবলে পড়েছিল জাপান। মৃত্যু হয়েছিল বহু মানুষের। কিন্তু এবার যেন কোনও প্রাণহানি না হয় সে জন্য আগে থেকেই কোমর কষে প্রস্তুতি শুরু করে দিয়েছে জাপানের নানান বিভাগ। সে দেশের প্রধানমন্ত্রী সিনজো আবে ‘হাগিবিস’ এর মোকাবিলায় সবরকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*