রফিকুল জামাদার (রিপোর্টার)-
গতকালের ঝড়ে এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। হাওড়া, হুগলি,উত্তর ২৪পরগনা, কলকাতা, বাঁকুড়া থেকে মোট ১০৫ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী জাভেদ খান। হাওড়াতে পুরোপুরি ক্ষতি হয়েছে ২৩ টি আংশিক হয়েছে ৫৩৭ টি বাড়ি। হুগলীতে ৫২টি পুরো এবং ৭২৬ টি আংশিক। উত্তর ২৪ পরগনায় ৬১টি পুরো এবং ৭০০ আংশিক ঘরবাড়ী ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন। কলকাতাতে প্রায় ১০৫০ ঘরবাড়ি নষ্ট হয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় ৫৯টি পুরোপুরি এবং আংশিক ৩২৩টি বাড়ী ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরনো বাড়ী ক্ষতি হয়েছে ১৫৫ টি। জাভেদ খান জানিয়েছেন গতকাল সারারাত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত নজরদারি করেছেন তার জন্য কাজের স্বাভাবিক গতি অনেকটা বেড়েছিল। তিনি আজকেও জেলায়-জেলায় খোঁজখবর নিচ্ছেন এবং পুরোটাই মনিটর করছেন।
Be the first to comment