পুলিশের উঁচুতলায় বড়সড় রদবদল ৷ বছর শেষের আগেই পদোন্নতির সুখবর পেলেন কয়েকজন IPS অফিসার। কলকাতার স্পেশাল পুলিশ কমিশনার হলেন জাভেদ শামিম। ADG (CID) হলেন সিদ্ধিনাথ গুপ্তা।
সোমবার স্বরাষ্ট্র দপ্তরের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে IG থেকে ADG পদমর্যাদায় উন্নীত হলেন অজয় রানাডে ও জাভেদ শামিম। জাভেদ শামিম কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার ১ হিসেবে কর্মরত ছিলেন। তিনি ADG পদমর্যাদায় কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার হলেন। অজয় রানাডে ADG (প্ল্যানিং) হিসেবে বদলি হলেন। তিনি কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ২ হিসেবে কর্মরত ছিলেন। ডক্টর আর শিবকুমার IG (অ্যাডমিনিস্ট্রেশন) ছিলেন। পদোন্নতি হল তাঁরও। তিনি ADG (অ্যাডমিনিস্ট্রেশন) হলেন।
সুমন বালা সাহু DG (ওয়েলফেয়ার) হিসেবে কর্মরত ছিলেন। তিনি DG (টেলিকমিউনিকেশন) পদ পেলেন। হরমনপ্রিত সিং ADG (সেন্ট্রাল সিকিউরিটি) হিসেবে কর্মরত ছিলেন। তাকে FSL অ্যাডমিনিস্ট্রেটর করা হল। রণবীর কুমার ADG (আর্মড পুলিশ) হিসেবে কর্মরত ছিলেন। তাকে ADG (ওয়েলফেয়ার) করা হল। দেবাশিস রায় ছিলেন ADG (টেলিকমিউনিকেশন)। তাকে ADG (আর্মড পুলিশ) পদে নিয়ে আসা হল। সিদ্ধিনাথ গুপ্তা ADG (CIF) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ADG (CID) পদে এলেন।
Be the first to comment