বাড়ি ফিরল চিনা হামলায় বাংলার দুই শহিদ জওয়ানের কফিনবন্দি দেহ। রাতে পানাগড়ে সেনা হাসপাতালে রাখা হয় শহিদ রাজেশ ওরাংয়ের দেহ। সকালে সড়ক পথে দেহ নিয়ে যাওয়া হয় মহম্মদবাজারে। সেনার বিউগলের মধ্যে দিয়ে মঞ্চে রাজেশের দেহ শায়িত রাখা হয়। সেখানেই রাজেশকে শেষশ্রদ্ধা জানান কয়েকটি গ্রামের বাসিন্দারা।
পরে বাড়িতে নিয়ে যাওয়া হয় রাজেশের দেহ। সেনা বাহিনী ও বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে গান স্যালুট দেওয়া হয়। চোখের জলে শেষ বিদায় জানানো হয় রাজেশ ওরাংকে।
লাদাখ সীমান্তে শহিদ বাংলার দুই জওয়ান – রাজেশ ওরাং এবং বিপুল রায়ের পরিবারকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রাতে রাজেশের বাড়ি গিয়ে পরিবারের হাতে চেক তুলে দিয়ে এসেছেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আশ্বাস দিয়েছেন, পরিবারের পাশে সবরকমভাবে থাকার। তবু ছেলেই যেখানে আর নেই, সেখানে আর কোনও কিছুই ভাল লাগছে না রাজেশের বাবা-মায়ের ৷
Be the first to comment