রাজ্যসভা নির্বাচনের জন্য বিধানসভায় গিয়ে মনোনয়ন জমা দিলেন তৃণমূল প্রার্থী জওহর সরকার ৷ কয়েকদিন আগেই তাঁর নাম ঘোষণা করেছিল তৃণমূল কংগ্রেস ৷ আগামী ৯ অগাস্ট রাজ্যসভার নির্বাচনে ভোটগ্রহণ হওয়ার কথা কিন্তু আদৌ জওহর সরকারকে কোনও প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয় কি না, সেটাই বড় প্রশ্ন ৷
দীনেশ ত্রিবেদী রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দেওয়ায় এ রাজ্য থেকে একটি আসন ফাঁকা রয়েছে ৷ সেই আসনেই ভোট গ্রহণ হবে ৷ মুকুল রায়, যশবন্ত সিনহার মতো হেভিওয়েট নেতাদের নাম চর্চায় থাকলেও জওহর সরকারকে প্রার্থী করে চমক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মুখ্যমন্ত্রী নিজেই ফোন করে প্রাক্তন আইএএস অফিসারকে এই প্রস্তাব দিয়েছিলেন ৷ বরাবর বিজেপি এবং নরেন্দ্র মোদি- অমিত শাহদের কড়া সমালোচক হিসেবে পরিচিত জওহর সরকার সেই প্রস্তাবে সম্মতি জানিয়েছেন ৷ প্রসার ভারতীর প্রাক্তন সিইও দাবি করেছেন, মোদী বিরোধী লড়াই অব্যাহত রাখতেই তৃণমূলের প্রস্তাবে রাজি হয়েছেন তিনি ৷
এই মুহূর্তে রাজ্য বিধানসভার যা সমীকরণ, তাতে জওহর সরকারের জয় কার্যত নিশ্চিত ৷ এখনও বিজেপি-র তরফে রাজ্যসভা নির্বাচনের জন্য কারও নাম ঘোষণা করা হয়নি ৷ আগামিকাল, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত মনোনয়ন জমা দেওয়ার সময় আছে ৷ কিন্তু প্রার্থী দেওয়ার সম্ভাবনা কার্যত নেই বলেই বিজেপি সূত্রে খবর কারণ বিধায়ক সংখ্যার নিরিখে বিজেপির জয় অসম্ভব ৷
Be the first to comment