তৃণমূল ছাত্র পরিষদের নতুন কমিটিতে আহ্বায়ক হিসাবে থাকবেন জয়া

Spread the love

কলেজে ভর্তি সিন্ডিকেট বিতর্কে তৃণমূল ছাত্র পরিষদের সভানেত্রী পদ থেকে জয়া দত্তকে সরিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে একেবারেও দূরে সরিয়ে দিলেন না। তৃণমূল ছাত্র পরিষদের নতুন কমিটিতেও আহ্বায়ক হিসাবে থাকবেন জয়া।

মঙ্গলবার ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের জনসভা ছিল কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে। ওই সভাতেই তৃণমূলনেত্রী জানিয়ে দিয়েছিলেন, ১৫ দিনের মধ্যে ছাত্র পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হবে।

তবে এ দিন বিকেলেই তৃণমূল সূত্রে জানিয়ে দেওয়া হল, অনিবার্য কারণে শেষ পর্যন্ত সিদ্ধান্তের কোনও পরিবর্তন না হলে ছাত্র পরিষদের নতুন সভাপতি হচ্ছেন তৃণাঙ্কুর ভট্টাচার্য। উত্তর ২৪ পরগণার বারাসত বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের নেতা হলেন তৃণাঙ্কুর। তিনি জয়া দত্তের আস্থাভাজন বলেই ছাত্র পরিষদে পরিচিত।

ছাত্র পরিষদের এ দিনের অধিবেশনে জয়া দত্তকে বক্তৃতা দেওয়ার সুযোগ দেননি শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। তবে টিএমসিপি-র তিন নেতা নেত্রীকে বলার সুযোগ দেন তাঁরা,- লগ্নজিতা চক্রবর্তী, রুমানা আখতার এবং তৃণাঙ্কুর ভট্টাচার্য।

তৃণমূল সূত্রে বলা হচ্ছে, তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল এঁদের মধ্যে থেকেই একজন পরবর্তী সভাপতি হবেন। হলও তাই।

তৃণমূল সূত্রে বলা হচ্ছে, তৃণাঙ্কুরকে টিএমসিপি-র সভাপতি করার ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করেছেন পার্থবাবু। দু’জনেই তাঁকে সম্মতি দিয়েছেন। তা ছাড়াও এও ঠিক হয়, বিদায়ী সভানেত্রী জয়া দত্তকেও কমিটিতে রাখা হবে।

তৃণমূলের একটি সূত্রের মত, জয়ার কিছু আচরণে মমতা-অভিষেক খুশি না হলেও কাউকে একেবারে বাদের খাতায় দিতে চান না দিদি। শুধু টিএমসিপি নয় দলের মূল এবং যুব সংগঠনের ব্যাপারেও সেই অবস্থান নিয়েই চলছেন তিনি। কেননা রাজনৈতিক মরসুম ভাল নয়, কাউকে একেবারে বাদ দিয়ে দিলে অন্য হাতছানি অপেক্ষা করে রয়েছে। তা ছাড়া জয়া দত্ত আগ্রাসী নেত্রী। তৃণমূল ছাত্র পরিষদের সভানেত্রী পদ থেকে তাঁকে রাতারাতি সরিয়ে দেওয়ার পরেও সংগঠনের প্রতিষ্ঠা দিবসের প্রস্তুতি জন্য গত পনেরো টানা পরিশ্রমও করেছেন।

এখন দেখার নতুন কমিটিতে আর কারা স্থান পান। সেই কমিটির স্বরূপই বা কী হয়!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*