নাম না করেই বিজেপি সাংসদ রবি কিষাণকে মঙ্গলবার রাজ্যসভায় একহাত নিলেন জয়া বচ্চন। নেপথ্য়ে বলিউডের মাদক যোগ। জয়ার কথায়, লোকসভায় গোটা বলিউডকে মাদক কাণ্ডে যেভাবে ছোট করা হয়েছে, তাতে মর্মাহত তিনি। এ দিন জয়া বলেন, কিছু মানুষেরর বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে বলে একটা গোটা ইন্ডাস্ট্রিকে অপমানিত করা যায় না। আমি গতকাল দেখলাম লোকসভায় বলিউডের সঙ্গে জড়িত একজনই কাজটা করলেন। অত্যন্ত লজ্জাজনক বিষয়টা।
মঙ্গলবার সকালে জিরো আওয়ারে রাজ্যসভায় বিনোদন জগত নিয়ে কথা বলার অনুমতি চান জয়া। তাঁকে কথা বলার অনুমতি দেন বেঙ্কাইয়া নাইডু। জয়া বলেন, গোটা ইন্ডাস্ট্রিটাকে এখন নর্দমার সঙ্গে তুলনা করা হচ্ছে। যারা এখান থেকে উঠে এসেছেন তাঁরাই এ কাজ করছে। সোশ্যাল মিডিয়ায় তুলোধনা করা হচ্ছে বলিউডের নামকরা ব্যক্তিদের। অথচ দেশের সর্বোচ্চ করদাতারা আসেন এই ইন্ডাস্ট্রি থেকেই। আমি আশা করি সরকার এই ধরনের মানুষকে তাঁদের ভাষা ব্যবহারের বিষয়ে সতর্ক করবে। জয়া কটাক্ষ করে বলেন, এটা আসলে যে থালায় খাওয়া সেই থালারই বদনামের মতো।
Be the first to comment