মমতাদির জন্য ভালোবাসা ও সম্মানঃ জয়া বচ্চন

Spread the love

তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করলেন রাজ্যসভার সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন ৷ তৃণমূলের হয়ে প্রচারের জন্য রাজ্যে এসেছেন তিনি ৷ সমাজবাদী পার্টি রাজ্যে তৃণমূলকে সমর্থন করছে ৷ এর আগে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে এসেছিলেন সমাজবাদী পার্টির অন্য নেতা ৷ এবার এলেন অমিতাভ-ঘরণী জয়া বচ্চন ৷ আজ তৃণমূলের তরফে তাঁকে সংবর্ধনা দেওয়া হয় ৷ আগামী তিনদিন রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূলের হয়ে প্রচারে করবেন তিনি ৷

এদিন সাংবাদিক বৈঠকে জয়া বচ্চন বলেন, ‘‘বাঙালীরা সবসময় মনের কথা শুনেছে ৷ বাঙালীদের ভয় দেখিয়ে কেউ কিছু করতে পারেনি ৷ আজও পারবে না ৷ একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়াই করছেন মমতা ৷ এখানে আমি অভিনয় করতে আসেনি ৷ মমতার লড়াইকে সম্মান করি ৷ আরও বেশি বেশি উন্নতি হবে যদি মমতা ফের মুখ্যমন্ত্রী হন ’’৷ নাম না করে মোদিকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘‘আমার থেকে আমার ধর্মকে কেড়ে নিতে এস না ৷ আমার থেকে আমার গণতন্ত্র কেড়ে নিতে এস না ৷ মমতা গণতন্ত্রের জন্য লড়াই করছেন৷’’

অমিতাভ-জায়া দাবি করেন, মহিলাদের জন্য সবথেকে সুরুক্ষিত রাজ্য বাংলা ৷ তৃণমূলের হয়ে প্রচার করার আমন্ত্রণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদও জানান জয়া ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*