বাংলায় ভোটপ্রচারে এসে মেজাজ হারালেন জয়া বচ্চন। উত্তর হাওড়ায় তৃণমূল প্রার্থী গৌতম চৌধুরীকে সঙ্গে নিয়ে হুড খোলা জিপে রোড শো করেছিলেন জয়া। জনতার উদ্দেশে হাত নাড়ছিলেন জয়া। এমন সময়ই সেক ব্যক্তি জয়ার সামনে সেলফি তুলতে যান। সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিকে ধাক্কা মারেন জয়া। এই দৃশ্য ভাইরাল হয়ে গিয়েছে।
উল্লেখ্য, ফটোগ্রাফারদের সঙ্গে জয়ার এ হেন আচরণ অবশ্য নতুন নয়। মুম্বইয়ে পাপারাৎজিদের উপর জয়ার রুষ্ট আচরণের ছবি নেট মাধ্যমে অনেকবার সামনে এসেছে। একবার এক সাক্ষাৎকার অনুষ্ঠানে তাঁর সামনে এক ফটোগ্রাফার ছবি তুলতে থাকায়, অসন্তোষ প্রকাশ করেছিলেন অভিনেত্রী। বাংলায় তৃণমূলের হয়ে প্রচারে এসে যেভাবে সেলফি তোলা নিয়ে মেজাজ হারালেন জয়া, তা নিয়ে শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে। প্রসঙ্গত, এবার নির্বাচনে তৃণমূলকে সমর্থন জানিয়েছে সমাজবাদী পার্টি।
উল্লেখ্য কয়েকদিন আগেই বাংলায় তৃণমূলের হয়ে প্রচারে এসেছেন জয়া। তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসজ জয়া বচ্চন বলেছিলেন, ‘আমাদের সকলকে মিলে বাংলা সংস্কৃতি বাঁচিয়ে রাখতে হবে। সেজন্য আমাদের তৃণমূল কংগ্রেসকে সমর্থন করতে হববে। মমতা জিতলে বাংলার সংস্কৃতি বাঁচবে।’
অন্যদিকে, এদিন হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা ক্রিকেট তারকা মনোজ তিওয়ারির সমর্থনে আজ প্রচার করেন অভিনেত্রী ও সাংসদ জয়া বচ্চন। এর আগে টালিগঞ্জে অরূপ বিশ্বাসের সমর্থনে রোড শো করেছিলেন জয়া।
Be the first to comment