ব্যর্থতার দায়ে সরতে হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি জয়া দত্তকে

Spread the love

দলের ছাত্রসংগঠনকে নিয়ন্ত্রণ করায় ব্যর্থতার দায়ে সরতে হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি জয়া দত্তকে। বুধবার দলের তরফে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই কলেজে তোলাবাজির অভিযোগে যাদের গ্রেফতার করা হয়েছে, তারা সকলেই শাসক দলের ছাত্র সংগঠনের কর্মী-নেতা। এই বিষয়ে সরকার ও দল কড়া অবস্থান নিয়েছে। গুরুদাস, সিটি, আনন্দমোহন, বিদ্যাসাগর কলেজের তৃণমূল ছাত্র সংগঠন ভেঙে দেওয়া হয়েছে। এরপরই জয়াকে সরানোর সিদ্ধান্ত। মঙ্গলবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিজেরাই সরেজমিনে কলেজ পরিদর্শন করেছেন। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, সরকার মেধার ভিত্তিতেই কলেজে কলেজে ছাত্রছাত্রীদের ভর্তি করতে চায়। তাই দুর্নীতির সঙ্গে কোনওরকম আপস করতে রাজি নন মুখ্যমন্ত্রী। তিনি নিজেও আশুতোষ কলেজে পরিদর্শন করেছেন। তারপরেও যে ঘটনা ঘটছে তার জন্য কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী। কারপরেও বিবহিন্ন লেজে তোলাবাজি পুরো বন্ধ হয়নি বলে অভিযোগ আসছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*