রোজদিন ডেস্ক :-
জয়নগরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তার পরিবার। রবিবার তারই শুনানিতে আদালত পকসো আইনে মামলা রুজুর নির্দেশ দিয়েছে। কল্যাণী এইমসে ময়নাতদন্ত করার পরিকাঠামো না থাকলে কল্যাণী জেএনএম হাসপাতালে সোমবার ময়নাতদন্ত করার কথাও বলা হয়েছে। কাল বেলা পৌনে ১২টার মধ্যে পুলিশ যেন হাসপাতালে দেহ নিয়ে যায় সেই নির্দেশও দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
এদিন বিচারপতির প্রশ্ন, ১০ বছরের একটি মেয়ে। অথচ পুলিশ পকসো আইনে মামলা রুজু করেনি কেন? এর পরই বিচারপতি পকসো আইনের ধারা যুক্ত করে দেওয়ার নির্দেশ দেন।
বিচারপতি নির্দেশ দেন, ‘কল্যাণী এইমসের চিকিৎসকরাই ময়নাতদন্ত করবেন। সেখানে উপস্থিত থাকবেন জেএনএম হাসপাতালের একজন। সোমবার সকাল ১১:৪৫-এ দেহ যাবে এইমসে। উপস্থিত থাকতে হবে বারুইপুর কোর্টের ম্যাজিস্ট্রেটকেও। মা-বাবা যদি চান, তাহলেই একমাত্র ময়নাতদন্তের ভিডিও দেখতে পারবেন।’
Be the first to comment