গণপিটুনিতে অভিযুক্তদের ফুলের মালা পড়িয়ে নতুন বিতর্কের জন্ম দিলেন কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত সিনহা

Spread the love

গণপিটুনিতে মৃত্যু ঠেকাতে রাজ্যগুলিকে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছে কেন্দ্র। অন্যদিকে গণপিটুনিতে অভিযুক্তদের ফুলের মালা পড়িয়ে নতুন বিতর্কের জন্ম দিলেন কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত সিনহা। ঘটনাটি ঝাড়খন্ডের। বিতর্কের সূত্রপাত কয়েকটি ছবি ঘিরে। ছবিগুলোতে দেখা যাচ্ছে, নিজের বাসভবনে মোট আট অভিযুক্তকে সাদরে অভ্যর্থনা জানাচ্ছেন মন্ত্রীমশাই৷ কয়েকটিতে আবার দেখা যাচ্ছে, কেন্দ্রীয় বিমান পরিবহণ দফতরের এই রাষ্ট্রমন্ত্রী অপরাধীদের গলায় মালা পরিয়ে দিচ্ছেন। বেলা গড়াতেই বিতর্কও বাড়তে থাকে। এই নিয়ে কড়া সমালোচনা করে টুইট করেন বিরোধী দলনেতা হেমন্ত সোরেন। এমনকি সেই টুইটে আবার ট্যাগ করে দেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কেও। কারণ জয়ন্ত সিনহা ওই বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তনী। লেখেন, ‘গরুর মাংস সংক্রান্ত ঝামেলার কারণে হত্যার ঘটনায় অভিযুক্তদের সংবর্ধনা দিচ্ছেন আপনাদের প্রাক্তনী। হার্ভার্ড কি এই ব্যাপারটিকে সমর্থন করে?’সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলেও।

প্রসঙ্গত, গতবছর ৩০ জুন ‘গরুর মাংস’ গুজবে ঝাড়খন্ডের মাংস ব্যবসায়ী আলিমুদ্দিন আনসারিকে পিটিয়ে মেরে ফেলেছিল উন্মত্ত জনতা। যার নেতৃত্বে ছিল এই অভিযুক্তরা। তাঁর গাড়িটিতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। 55 বছর বয়সী আনসারির মৃতদেহ দীর্ঘক্ষণ পড়ে থাকলেও কেউ এগিয়ে আসেনি। পরে জামিনে ছাড়া পায় অভিযুক্তরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*