জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন বিজেপি প্রার্থী জয়াপ্রদা

Spread the love

উত্তরপ্রদেশের রামপুরের একটি জনসভায় বক্তৃতা দিতে এসে বুধবার কান্নায় ভেঙে পড়লেন বিজেপি প্রার্থী জয়াপ্রদা। জানালেন কেন তিনি গতবার ওই কেন্দ্রে প্রার্থী হতে পারেননি। জয়াপ্রদার নিশানায় এককালের সতীর্থ সমাজবাদী পার্টির নেতা আজম খান। প্রচারে বিজেপি প্রার্থী জয়াপ্রদা বলেন, আমাকে রামপুর ছাড়তে বাধ্য করা হয় কারণ আমার উপর অ্যাসিড হামলা করার ষড়যন্ত্র হয়েছিল। তাই রামপুর ছেড় চলে গিয়েছিলাম। নাম মুখে আনলেও জয়াপ্রদার তির যে আজম খানের দিকেই তা পরিষ্কার। নেত্রীর চোখে জল দেখে তখন বিজেপি কর্মী, সমর্থকরাও আবেগ তাড়িত।

উল্লেখ্য, ২০০৪ ও ২০০৯ সালের লোকসভা ভোটে সমাজবাদী পার্টির প্রার্থী হয়ে উত্তরপ্রদেশের রামপুর লোকসভা কেন্দ্র থেকেই ভোটে দাঁড়িয়েছিলেন জয়াপ্রদা। দু’বারই জেতেন তিনি। ২০১০-এ সালে সমাজবাদী পার্টি থেকে বহিষ্কার করা হয় তাঁকে। ২০১৪ সালের লোকসভায় রাজস্থানের বিজনোর কেন্দ্র থেকে রাষ্ট্রীয় লোক দলের হয়ে প্রার্থী হলেও পরাজয় হয় তাঁর। এবারে ফের নিজের পুরনো জায়গায় প্রতিদ্বন্দ্বীতা করছেন জয়াপ্রদা। তবে রং পালটেছে পতাকার। প্রচারে বিজেপিতে যোগদানের কারণ হিসাবে জয়াপ্রদা বলেন, বাঁচার ও কাজের অধিকার দিচ্ছে বিজেপি। তাই এমন দলে যোগ দিতে পেরে আমি গর্বিত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*