তৃণমূল নেতা ও কর্মী খুনে তদন্ত ভার নিয়েছে সিআইডি। ঘটনায় ইতিমধ্যেই ১১ জনকে গ্রেফতার করেছে জয়নগর থানার পুলিস। বৃহস্পতিবার সন্ধেয় দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে দুষ্কৃতী হামলায় মৃত্যু ১ তৃণমূল নেতা সহ ৩।
জয়নগর দুর্গাপুর মোড় পেট্রোল পাম্পে গাড়ির তেল ভরাতে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের জয়হিন্দ বাহিনীর জয়নগর ব্লক সভাপতি সারফুদ্দিন খান। সঙ্গে ছিলেন অপর সঙ্গী আমিন সর্দার ও গাড়ির চালক বাবু মোল্লা। সেই সময় হঠাৎই দশ-বারো জনের দুষ্কৃতী দল বোমা ও আগ্নেয়াস্ত্র নিয়ে আক্রমণ চালায়। গাড়ি লক্ষ্য করে এলোপাথারি বোমাও ছোড়া হয়। মৃত্যু নিশ্চিত করতে কাছে থেকেই গুলি করে আততায়ীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের।
বিধায়ক বিশ্বনাথ দাসের অভিযোগ, তাঁকেই খুন করার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়। কারণ, ওই গাড়িটিতে করেই দিনভর ঘুরেছেন তিনি। পেট্রোলপাম্পে তেল নিতে ঢোকার আগেই তিনি নেমে যান। ঘটনাস্থলে লাগানো সিসিটিভি ফুটেজ ধরে তদন্তে নেমে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিস।
ধৃত নজরুল গাজির বাড়ি ফতেপুর জয়নগরে, আবদুল গফ্ফর মোল্লা হাসানপুর জয়নগরের বাসিন্দা, সাজামাল লস্কর মোজপুর মন্দির বাজারের বাসিন্দা, আশিস হালদারের বাড়ি হরিদেবপুরে। জয়নগরের পদুয়ার মোড় থেকে আরও একজনকে গ্রেফতার করে বারুইপুর পুলিস, জেলার স্পেশাল অপারেশন গ্রুপ ও জয়নগর থানার পুলিস।
Be the first to comment