জয়নগরে তৃণমূল নেতা খুনের ঘটনায় ধৃত ৭ অভিযুক্তের ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল বারুইপুর আদালত। বৃহস্পতিবার দুর্গাপুর মোড়ে পেট্রোলপাম্পের সামনে তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাসের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। মৃত্যু সুনিশ্চিত করতে চালানো হয় গুলিও। এই ঘটনায় এক তৃণমূল নেতা সহ তিনজনের মৃত্যু হয়। ঘটনায় দফায় দফায় ১২ জনকে গ্রেফতার করা হয়।
শুক্রবারই তাদের মধ্যে ৪ জনকে ১০ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেয় আদালত। শনিবার, বাকি ধৃতদের মধ্যে ৭জনকে শনিবার বারুইপুর আদালতে তোলা হলে, তাদেরও ১০ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এখনও অধরা মূল অভিযুক্ত বাবুয়া। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিস।
Be the first to comment