জয়প্রকাশ মজুমদারকে মারধর করে ঝোপে ফেলে দেওয়ার অভিযোগ উঠলো তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। থানারপাড়া থানার ঘিয়াঘাটের ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়ের বুথ নম্বর ৩২ ও ৩৩-এর ঘটনা। ইতিমধ্যে জেলা নির্বাচন আধিকারিকের কাছে রিপোর্ট তলব করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর।
প্রসঙ্গত, ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়ের ৩২ ও ৩৩ নম্বর বুথের একটি ঘরের মধ্যে ৮ থেকে ১০ জনকে না কি রান্না করতে দেখা যায়। পাশেই দুই নির্দল প্রার্থী ফোনও ব্যবহার করছিলেন বলে খবর। এনিয়ে না কি প্রিসাইডিং অফিসারও কিছু জানতেন না। পরে বুথে ঢুকে এই বিষয়েই সরব হন বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার। অভিযোগ, তারপরই এই ঘটনা। জয়প্রকাশকে মারধর করে রাস্তার পাশে একটি ঝোপের মধ্যে ফেলে দেওয়া হয়। জয়প্রকাশের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই কাজ করেছে।
ঘটনায় বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার বলেন, এইসব তৃণমূলের গুন্ডামি। আমাকে মেরে ধাক্কা দিয়ে ফেলে দিল। তৃণমূলের গুন্ডারা সব ভোট লুট করছিলো।
তবে তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।
Be the first to comment