নিজস্ব প্রতিবেদনঃ বিমানে অভিনেত্রীর শ্লীলতাহানি কান্ডে নতুন মোড়। ঘটনার দিন চারেক পর আসরে তৃতীয় যাত্রী। তিনি অভিনেত্রী জায়রা ওয়াসিমের যাবতীয় অভিযোগ নস্যাৎ করে দিয়ে জানালেন, অভিযুক্ত বিকাশ সচদেব পুরো ফ্লাইটেই ঘুমিয়ে ছিলেন। মাঝে একবার ভুলবশত সামনের সিটে পা রেখেছিলেন, তারপর যদিও ক্ষমা চেয়ে নেন, ওই যাত্রীর এই বক্তব্যে স্বাভাবিক ভাবেই বেকায়দায দঙ্গল গার্ল।
গত ৯ ডিসেম্বর ভিস্তারা ফ্লাইটে দিল্লী থেকে মুম্বাই যাচ্ছিলেন ১৭ বছরের অভিনেত্রী জায়রা ওয়াসিম। সেদিনই ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন তিনি। ভিডিওতে দেখা যায়, জায়রা কাঁদতে কাঁদতে বলছেন, বিমানে এক ব্যক্তি তাঁর শ্লীলতাহানি করেছে, সেই ব্যক্তির পায়ের ছবিও তুলে রাখেন সঙ্গে জানান, বিমানকর্মীরা তাঁকে কোনওভাবে সহায়তা করেননি। এই ঘটনার পর যেমন একদিকে গোটা বলিউড জায়রার পাশে এসে দাঁড়ায, সঙ্গে বিমান সংস্থা এবং সোশ্যাল নেটওযার্কিং সাইটে প্রশ্ন উঠতে থাকে, জায়রা বিমানের মধ্যে কেন চিৎকার করলেন না। উল্লেখ্য, বিমানকর্মীরা জানিয়েছিলেন। জায়রা গোটা যাত্রাপথে কিছুই জানাননি, শুধুমাত্র ল্যান্ড করার পর বলতে থাকেন ওই ব্যক্তি তাঁকে বিরক্ত করেছে, কিন্তু কোনও অভিযোগও দায়ের করতে চাননি। এদিকে অভিযুক্ত ব্যক্তি বিকাশ সচদেবের স্ত্রী স্বামীর পাশে এসে দাঁড়িয়েছেন, বলেছেন, তাঁর স্বামী নিপাট ভালোমানুষ, এবং একজন ফ্যামিলিম্যান, তিনি এই কাজ করতেই পারেননা। গোটা ফ্লাইটে তিনি কম্বল মুড়ি দিয়ে ঘুমোচ্ছিলেন, আর দিল্লী থেকে তিনি মামার অন্তিম যাত্রায অংশ নিতে যাচ্ছিলেন, সেই ব্যক্তি এই কাজ কীভাবে করতে পারেন। যদিও জায়রা এখনও নিরুত্তর।
Be the first to comment