শেষ হাসি হাসলেন নীতীশকুমারই। জনতা দল (ইউ)-এর নেতৃত্ব কার হাতে থাকবে তা নিয়ে বিস্তর জলঘোলার পর অবশেষে মিলল উত্তর। মুখে চওড়া হাসি নীতীশ কুমারের। শুক্রবার তাঁর পক্ষেই রায় দিল নির্বাচন কমিশন। নীতীশের প্রতিদ্বন্দ্বী নেতা শারদ যাদব দলের নাম ও নির্বাচনী প্রতীকের ওপর অধিকার দাবি করেছিলেন। কিন্তু তা নাকচ করে দিল নির্বাচন কমিশন। বিহারের মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন জেডি (ইউ)-কেই দেওয়া হলো স্বীকৃতি।
প্রসঙ্গত, গত জুলাই মাসে আরজেডি, কংগ্রেসের সঙ্গ ছেড়ে বিজেপির সঙ্গে জনতা দল (ইউ)-এর হাত মেলানোকে কেন্দ্র করে তীব্র মতপার্থক্য হয় নীতীশ ও শারদের। দলের সর্বোচ্চ নেতৃত্ব কার দখলে থাকবে তা নিয়ে দুজনের মধ্যে শুরু হয় ম্যারাথণ দৌড়। অবশেষে শারদ যাদবকে পিছনে ফেলে জয় পেল নীতীশ কুমার। শুক্রবার নির্বাচণ কমিশন জানায়, জেডি (ইউ)-এর পরিষদীয় শাখা ও দলের সর্বোচ্চ সাংগঠনিক সংস্থা জাতীয় কাউন্সিল, দুটিতেই নীতীশ কুমার ও তাঁর শিবির নিরঙ্কুশ গরিষ্ঠতা প্রমাণ করেছে। তাই ওই গোষ্ঠীকেই জেডি (ইউ)-এর স্বীকৃতি দেওয়া হল। নীতীশের গোষ্ঠীই বিহারে স্বীকৃত দল হিসাবে সংরক্ষিত দলের ‘তীর’ প্রতীকটি ব্যবহারের আইনি অধিকার পেল।
Be the first to comment