রাজনীতির কারণেই উন্নয়ন থেকে বঞ্চিত আসানসোল, ফিরহাদকে চিঠি জিতেন্দ্র তিওয়ারির

Spread the love

কেন্দ্রীয় সরকারের দু’হাজার কোটি টাকার স্মার্ট সিটি প্রকল্পের জন্য আসানসোল পৌরনিগমের নাম উঠে এসেছিল কিন্তু রাজনৈতিক কারণেই রাজ্য সরকার দ্বারা আমরা মনোনীত হইনি। পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে চিঠি দিয়ে এমনই তোপ দাগলেন আসানসোল পৌরনিগমের প্রশাসনিক বোর্ডের মুখ্য প্রশাসক জিতেন্দ্র তিওয়ারি। রবিবার তিনি এই চিঠি দিয়েছেন। শুধু তাই নয় চিঠিতে তিনি উল্লেখ করেছেন রাজ্যের সিদ্ধান্তের জন্য কেন্দ্রীয় সরকারের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট-এর দেড় হাজার কোটি টাকাও আসানসোলে আসেনি। বঞ্চিত হয়েছে আসানসোল। ভোটের আগে জিতেন্দ্র তিওয়ারির এমন চিঠি নিয়ে শোরগোল পড়েছে।

প্রসঙ্গত, রবিবার ফিরহাদ হাকিমকে আসানসোল পৌরনিগমের প্রশাসনিক বোর্ডের সদস্য জিতেন্দ্র তিওয়ারি একটি চিঠি দিয়েছেন। সেই চিঠিতে তিনি স্পষ্ট লিখেছেন, কেন্দ্র সরকারের নগর উন্নয়ন দপ্তরের স্মার্ট সিটি প্রজেক্টের জন্য মনোনীত হয়েছিল। এর জন্য প্রায় দুই হাজার কোটি টাকা আসত এবং যা আসানসোলের উন্নয়নের জন্য কাজে লাগত। আসানসোল পৌরনিগমের কাউন্সিলর এবং পৌর কর্মীদের কর্মদক্ষতায় আসানসোলকে এই প্রকল্পে মনোনীত করা হয়েছিল কিন্তু রাজনৈতিক কারণেই এই প্রকল্পের সুফল থেকে আসানসোলকে মনোনীত করেনি রাজ্য।

যদিও কী সেই রাজনৈতিক কারণ তা উল্লেখ করেননি জিতেন্দ্র তেওয়ারি। চিঠিতে পৌরমন্ত্রী ফিরহাদ হাকিমকে আরও উল্লেখ করেছেন, কেন্দ্রীয় সরকারের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের দেড় হাজার কোটি টাকা অন্যান্য শহরের মতো আসানসোল পেতে পারতো কিন্তু আপনি এবং আপনার দপ্তর আসানসোলকে এই লাভ থেকে বঞ্চিত করেছেন। যা আসানসোলের প্রতি অবিচার করা হয়েছে।

এছাড়াও রানিগঞ্জে প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের নামে একটি প্রেক্ষাগৃহ, জামুড়িয়ায় প্রেক্ষাগৃহের সংস্কার, কুলটি, আসানসোল, বার্নপুর, জামুরিয়া এলাকায় বিভিন্ন রাস্তার সংস্কারের জন্য আপনার দপ্তরের কাছে প্রকল্প রিপোর্ট পাঠানো হয়েছিল। কিন্তু কোনওটাই আপনার দপ্তর মঞ্জুর করেনি। এমনও লিখেছেন জিতেন্দ্র। সরাসরি জিতেন্দ্র তেওয়ারির এমন চিঠি ঘিরে উত্তাল রাজনৈতিক মহল।

ইতিমধ্যেই বিষয়টি নিয়ে রাজনীতি শুরু করেছে বিজেপি৷ টুইটে আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় জানান, আমি বারবার এনিয়ে বলেছি, যে রাজ্যের জন্য আসানসোল বঞ্চিত হচ্ছে। শেষ পর্যন্ত জিতেন্দ্র তেওয়ারি সত্যিটা তুলে ধরলেন। ভালো লাগছে।

টুইট করেছেন রাজ্য বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মালব্যও৷ তিনি লিখেছেন, তৃণমূলের এমএলএ জিতেন্দ্র তিওয়ারি আসানসোলকে উন্নয়ন থেকে বঞ্চিত করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকেই দায়ি করেছেন৷ সঙ্গে তিনি এও উল্লেখ করেছেন পশ্চিমবঙ্গে সমস্ত শহরাঞ্চল উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*