শিয়ালদহ উড়ালপুলের পর এবার জীবনানন্দ সেতু। আবারও দু’দিনের জন্য বন্ধ হতে চলেছে কলকাতার গুরুত্বপূর্ণ সেতুটি। কলকাতা পুলিশ সূত্রে খবর, ১৬ থেকে ১৮ আগস্ট বন্ধ থাকবে এই সেতু। মধ্য এবং দক্ষিণ কলকাতার এই দু’টি গুরুত্বপূর্ণ সেতু একই সময় বন্ধ রাখার সিদ্ধান্তে যানজটের আশঙ্কা করা হচ্ছে।
যাদবপুর থানা থেকে বাইপাসের দিকে যাওয়ার জন্য এই জীবনানন্দ সেতু ভরসা। টালিগঞ্জ, নিউ আলিপুর, ঢাকুরিয়া, যোধপুর পার্ক কিংবা যাদবপুর থেকে কম সময়ে ইএম বাইপাস যাওয়ার জন্য অনেকেই ব্যবহার করেন এই সেতু। আর ব্যস্ততার সময় এই ব্রিজ বন্ধ রাখার সিদ্ধান্তে দক্ষিণ কলকাতার বিভিন্ন অংশ জুড়ে ব্যাপক যানজট হতে পারে বলে আশঙ্কা। যদিও কলকাতা পুলিশের দাবি, ১৭ এবং ১৮ আগস্ট শনি ও রবিবার হওয়ায় গাড়ির চাপ অনেক কম থাকবে। ফলে তেমন কোন অসুবিধা হবে না।
কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি-র পক্ষ থেকে এই সেতুর ওয়েট টেস্টের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । কিছুদিন আগেই লালবাজারে কলকাতা পুলিশের অনুমতি চেয়ে আবেদন করেছিল KMDA। কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রে খবর, সেই আবেদনে সাড়া দেওয়া হয়েছে।
Be the first to comment