বিশ্বের ব্যস্ততম বিমানের রুট কোনটি? এই প্রশ্ন করলে উত্তরে অনেকেই বলবেন, লন্ডন থেকে প্যারিস কিংবা নিউইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেস। কিন্তু বাস্তবে তা নয়। বর্তমানে বিশ্বের ব্যস্ততম রুট এশিয়ায়। তা হলো দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল থেকে দেশটির উপকূলবর্তী একটি ছোট দ্বীপ। ওই দ্বীপটির নাম যেজু।
এভিয়েশন ওয়ার্ল্ডওয়াইড লিমিটেডের(OAG) তথ্য অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার রাজধানী থেকে যেজু দ্বীপে ২০১৭ সালে বিমানের ৬৫ হাজার ট্রিপ গেছে, যা উত্তর আমেরিকার ব্যস্ততম রুট লস অ্যাঞ্জেলেস-সান ফ্রান্সিসকোর চেয়ে দ্বিগুণ। বছরে এই রুটে চলেছে ৩৫ হাজার ট্রিপ।
ওএজি এভিয়েশন ওয়ার্ল্ডওয়াইডের হিসাব অনুযায়ী, সিউল টু যেজুতে প্রতিদিন ফ্লাইট পরিচালিত হয়েছে ১৭৮টির মতো। একটি ফ্লাইটের যাত্রার সময়কাল এক ঘণ্টার কিছু বেশি।
গত বছরের প্রধান ১০টি ব্যস্ততম রুটে ছিল না ইউরোপীয় কোনো গন্তব্য। আর লস অ্যাঞ্জেলেস-সান ফ্রান্সিসকো রুট হলো উত্তর আমেরিকার একমাত্র ব্যস্ততম রুট। যেজু-সিউল রুট বাদ দিলে গত বছরে ব্যস্ততম রুটে এগিয়ে ছিল মেলবোর্ন-সিডনি, মুম্বাই-দিল্লি, ফুকোওকা-টোকিও এবং রিও ডি জেনিরো-সান পাওলো।
সূত্র থেকে প্রাপ্ত
ফাইল ছবি
Be the first to comment