কমনওয়েলথ গেমসে রেকর্ড গড়ে দেশকে সোনা এনে দিলেন ভারোত্তোলক জেরেমি

Spread the love

ফের ভারোত্তোলনে সোনা ভারতের। বার্মিংহ্যামে চলতি কমনওয়েলথ গেমসে এবার দেশকে সোনা এনে দিলেন জেরেমি লালরিনুঙ্গা। এই নিয়ে পাঁচটি পদক এল ভারোত্তোলনে।

৬৭ কেজি ভারোত্তোলন বিভাগে মোট ৩০০ কেজি ওজন তুলে রেকর্ড গড়ে সোনা জিতলেন জেরেমি। স্ন্যাচের প্রথম প্রচেষ্টায় তিনি ১৩৬ কেজি ভার তোলেন। দ্বিতীয়বার ১৪০ কেজি ওজন তুলে কমনওয়েলথ গেমসে অনন্য নজির গড়েন তিনি। তৃতীয় চেষ্টায় ১৪৩ কেজি ভার তুলতে ব্যর্থ হন তিনি। আবার ক্লিন অ্যান্ড জার্কের প্রথম প্রচেষ্টায় ১৫৪ কেজি ওজন তোলেন জেরেমি। দ্বিতীয়বার তোলেন ১৬০ কেজি। এখানেও তৃতীয় প্রচেষ্টায় ১৬৫ কেজি ভার তুলতে ব্যর্থ হন। ফলে স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ৩০০ কেজি ভার তুলে সোনা জেতেন জেরেমি। যা কমনওয়েলথে নয়া রেকর্ড।

এবারই প্রথম কমনওয়েলথ গেমসে অংশ নিয়েছেন ১৯ বছরের জেরেমি। আর অভিষেকেই পেলেন চূড়ান্ত সাফল্য। মিজোরামের এই তারকা ২০১৮ যুব অলিম্পিক গেমসে ৬২ কেজি বিভাগে সোনা জিতেছিলেন। এছাড়াও গত বছর কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে ৬৭ কেজি বিভাগে সোনার পদক পান তিনি। এবার কমনওয়েলথ গেমসে দেশের মুখ উজ্জ্বল করলেন তিনি। তবে এদিন ক্লিন অ্যান্ড জার্কের তৃতীয় প্রচেষ্টায় ১৬৫ কেজি ভার তুলতে গিয়ে সামান্য চোটও পান তিনি। 

জাতীয় স্তরের নামী বক্সার লালনেইথলুয়াঙ্গার ছেলে জেরেমি। ছোটবেলায় তিনিও বক্সার হওয়ার স্বপ্ন দেখতেন। হাতে তুলে নিয়েছিলেন বক্সিং গ্লাভসও। তবে পরে ভারোত্তোলনের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। এই মঞ্চে তিনি কতখানি দক্ষ, ইতিহাস রচনা করে সে প্রমাণ দিলেন জেরেমি।

গেমসের দ্বিতীয় দিন, পুরুষদের ভারোত্তোলনের ৫৫ কেজি বিভাগে দেশকে রুপো এনে দেন সংকেত সারগর। ৬১ কেজি বিভাগে ব্রোঞ্জ পান গুরুরাজা পূজারি। তারপরই দেশের সোনার মেয়ে মীরাবাঈ চানু এনে দেন প্রথম সোনা। এরপর রেকর্ড গড়ে রুপো পান বিন্দিয়ারানি। পঞ্চম পদক তথা দ্বিতীয় সোনাটি এল জেরেমির হাত ধরে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*