জেট এয়ারওয়েজের ভবিষ্যৎ অন্ধকার। কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, খরচ না কমাতে পারলে বড়জোর আর ৬০ দিন চালাতে পারবেন তাঁরা। গত কয়েক মাস ধরেই তীব্র আর্থিক সঙ্কটে রয়েছে বিমান সংস্থাটি। বুধবার চেয়ারম্যান নরেশ গোয়াল সহ শীর্ষ কর্তারা পাইলট ও শেয়ারহোল্ডারদের সঙ্গে কথা বলেন। কী করে কোম্পানিকে চালু রাখা যায়, তাই ছিল আলোচ্য। জানানো হয়েছে যা টাকাকড়ি রয়েছে তাতে জেটের বিমান আর ২ মাস ওড়ানো যেতে পারে। এখনই ব্যবস্থা না নিলে বিমান আর চালানো যাবে না। আগামি ২৪ মাসের জন্য কর্তৃপক্ষ ১৫ শতাংশ বেতন ছাঁটাইয়ের প্রস্তাব দিয়েছে। ইন্ডিগোর সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়া আর জ্বালানির দামবৃদ্ধি জেটের সমস্যা বাড়িয়েছে। বহু গ্রাউন্ড স্টাফ এরইমধ্যে জেট ছেড়েছেন। গত ৬ বছর ধরে কর্তৃপক্ষের ভুল সিদ্ধান্তের ফল এটা, বলছেন কর্মচারীরাই।
Be the first to comment