ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু হত্যা মামলায় ধৃত সত্যবান প্রামাণিককে ৪ দিনের পুলিশি হেফাজত (সিবিআই) এর নির্দেশ দিল আদালত ৷ আজ সত্যবান প্রামাণিককে পুরুলিয়া জেলা আদালতে তোলে সিবিআই ৷ ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনায় সিবিআই তদন্তভার গ্রহণের পর স্থানীয় হোটেল ব্যবসায়ী সত্যবান প্রামাণিককে গ্রেফতার করে সিবিআই ৷
ঝালদা ফরেস্ট গেস্ট হাউসে নিজেদের অস্থায়ী ক্যাম্প করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ প্রায় রোজই তপন কান্দুর খুনের ঘটনাস্থল এবং আশেপাশের এলাকায় তদন্তের জন্য যাচ্ছেন সিবিআই আধিকারিকরা ৷ ইতিমধ্যে বেশ কয়েকজনকে জেরা করা হয়েছে এই ঘটনায় ৷ এমনকি ঘটনার দিন খুনের জায়গা থেকে কয়েকশো মিটার দূরে থাকা পুলিশ আধিকারিক কেন সেখানে যাননি ? তা নিয়েও তদন্ত শুরু করেছে সিবিআই ৷
তপন কান্দুর খুনের ঘটনায় সিবিআই মৃতের দাদা নরেন কান্দু, আরেক অভিযুক্ত কলেবর সিং এবং আশিক খানকে নিজেদের হেফাজতে নিয়ে দফায় দফায় জেরা করছে ৷ আজ আশিক খানের মেয়ের বাড়িতে তল্লাশিও চালায় সিবিআই ৷ সেখানে প্রায় 50 হাজার টাকা উদ্ধার করেছে সিবিআই আধিকারিকরা ৷ কীসের টাকা সেগুলি? তার কোনও জবাব পাওয়া যায়নি ৷ অন্যদিকে, আশিক খানের আজ স্বাস্থ্য পরীক্ষা করায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷
Be the first to comment