
রোজদিন ডেস্ক, কলকাতা:- পহেলগাঁওয়ের জঙ্গি হামলার ঘটনায় স্তম্ভিত গোটা দেশ। তারপরেই উধমপুরে জঙ্গিদের তল্লাশি চালাতে গিয়ে জঙ্গিদের সাথে চলা গুলির লড়াইতে মৃত্যু হয় বাংলার সেনা জওয়ান ঝন্টু আলি শেখএর। পহেলগাঁও জঙ্গি হামলার পর থেকেই সেনা জঙ্গি গুলির লড়াই শুরু হয়েছে উধমপুরে। বৃহস্পতিবার গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন এই জওয়ান। দুর্গম পার্বত্যময় ভূমি ও জঙ্গলে ঢাকা উধমপুরের ডুডু-বসন্তগড় এলাকায় জঙ্গি গা ঢাকা দিয়েছিল। এমনই খবর পেয়ে ম্যারথন তল্লাশি অভিযান চালায় সেনা। এরপরই গুলির লড়াই শুরু হয়।
বৃহস্পতিবার তাঁর মৃত্যুর দুঃসংবাদ তাঁর পরিবারের লোকজনএর কাছে পৌঁছে দেওয়া হয়।
তবে শুক্রবার সকাল থেকে কার্যত স্তব্ধ নদিয়ার তেহট্ট। জঙ্গি হামলার ঘটনার পর উধমপুরে তল্লাশি চালাতে গিয়ে গুলির লড়াইতে শহিদ হন ঝন্টু আলি শেখ। শুক্রবার তাঁর নিথর দেহ পৌঁছায় কলকাতা বিমান বন্দরে, এবং সেখান থেকে তাঁর দেহ রাখা হয় সেনা ছাউনিতে, কাল তাঁর দেহ সসম্মানে নিয়ে যাওয়া হবে তাঁর পরিবারের কাছে নদীয়া তেহট্টতে । গোটা এলাকায় লাগানো হয়েছে ঝন্টু আলির ছবি। প্রত্যেকে বলছেন, ধর্ম নয়, রাজনীতি নয়, শাস্তি দেওয়া হোক জঙ্গিদের।
আজ শুক্রবার কলকাতায় তাঁর দেহ পৌঁছায়। তাঁর স্ত্রী বলেন, পহেলগাঁও জঙ্গি হামলায় যেভাবে মানুষজন স্বজন হারিয়েছেন, আমার ছেলেরাও তাদের বাবাকে হারিয়েছে, এই ব্যাপারে আমরা এক জায়গায়। গোটা দেশ যেভাবে এর বদলা চাইছে, আমিও এর বিচার চাই। দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই।
শহিদ ঝন্টু আলি শেখ এর স্ত্রী বলেছেন, যে দেশের গুলিতে আমার স্বামীর মৃত্যু হয়েছে , সেই পাকিস্তান যেন সম্পূর্ণ ধ্বংস হয়ে যাক।
Be the first to comment