ঝাড়গ্রাম স্টেশনের কাছে ছাদ হারিয়ে গৃহহীন প্রায় একশো পরিবার

Spread the love

বড়দিনেই ছাদ হারিয়ে গৃহহীন প্রায় একশ পরিবার। রেলের উচ্ছেদ অভিযানে বিপাকে বস্তিবাসী। বাদ গেল না মাধ্যমিক পরীক্ষার্থীও। ঝাড়গ্রাম স্টেশনের কাছে উচ্ছেদ অভিযানে আশঙ্কায় বস্তিবাসীরা।

কেউ রয়েছেন ২৫ বছর।আবার কেউ ৩০। কিন্তু রেলের অভিযানে জেরে  হাড়কাঁপানো ঠান্ডায় কার্যত রাস্তায় ঠাঁই হয়েছে ঝাড়গ্রাম স্টেশন লাগোয়া বসবাসকারী প্রায় একশ পরিবারের। রেল সূত্রে খবর, নতুন রেললাইন সবে। জমি দখলমুক্ত করার উদ্যোগ নেয় রেল। সেইমত মঙ্গলবার থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। নিমেষে সব কিছু হারিয়ে দিশেহারা অবস্থা দীর্ঘদিনের বাসিন্দাদের। এঁদের মধ্যে রয়েছে বেশ কয়েকজন মাধ্যমিক পরীক্ষার্থীও।

রেলের দাবি, উচ্ছেদের ৬ মাস আগেই ঝাড়গ্রাম পুরসভা ও জেলা প্রশাসনকে নোটিস দেওয়া হয়েছিল। বাসিন্দাদের দাবি, প্রশাসনের তরফে পুনর্বাসনের আশ্বাস মিললেও কোনও ব্যবস্থা হয়নি। জেলাশাসকের দফতর থেকে মাত্র ৫০০ মিটার দূরেই খোলা আকাশের নীচে দিন কাটছে পরিবারগুলির। তাঁরা যাতে কোনওভাবেই অসুস্থ না হয়ে পড়েন, সেজন্য ঘটনাস্থলে যায় মেডিক্যাল টিম। এলাকায় যান ঝাড়গ্রামের মহকুমাশাসকও। চারদিকে উৎসবের মেজাজ। তারমধ্যে ছাদ হারিয়ে আশঙ্কায় ১০০ পরিবার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*